বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় তিন হোটেল সহ ব্রাহ্মণপাড়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৯

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার বিকেলে মেয়াদোত্তীর্ণ খাবার, নিম্নমানের খাবার পরিবেশন, ফ্রীজের ভিতর মাছ-মাংস রাখা ও রান্না করা নোংরা খাবার পরিবেশনের দায়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কুমিল্লা’র সহকারী পরিচালক মো. আসাদুল ইসলাম বলেন, উপজেলা সদরের ঢাকাই কাবাব ঘরকে ৫ হাজার টাকা, বিবিয়ানা রেস্তোরাকে ৮ হাজার টাকা ও জয়া কনফেকশনারী থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উপজেলা সেনিটারি ইন্সপেক্টার পারভিন সুলতানা, থানার এএসআই গিয়াস উদ্দিনসহ পুলিশের একটি দল মোবাইল কোর্টে অংশগ্রহণ করেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি