শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ তৈরি পোশাকের ব্যবসা গত ১০ বছরে বেড়েছে প্রায় আড়াই গুণ। চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ১৫ শতাংশের বেশি।

যা গত বছরের সর্বোচ্চ। দেশের সামগ্রিক পণ্য রপ্তানিতে পোশাকের হিসাবও বেড়েছে । ১০ বছর আগে মোট রপ্তানির ৭৯ শতাংশ ছিল পোশাক, এখন সেটি ৮৩ শতাংশের বেশি।

মোট পণ্য রপ্তানিতে হিস্যা বৃদ্ধি ৫%। গত বছর নতুন বাজারে রপ্তানি বেড়েছে ২৬%। কারখানার ১৯ শতাংশই হয়েছে গত ৫ বছরে।

পরিবেশবান্ধব কারখানা হয়েছে ৮০টি। চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে নতুন ক্রয়াদেশ আসছে। পোশাকের দাম বাড়াচ্ছেন না ক্রেতারা।

তৈরি পোশাক রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বিজিএমইএ দেওয়া তথ্য অনুযায়ি, গত সাড়ে ৫ বছরে ১ হাজার ২৫০ কারখানা বন্ধ হয়েছে। তবে নতুন আসছে ৩০০-৩৫০ কারখানা। এছাড়া ১০ বছর আগে পোশাক শিল্পে কর্মরত ছিলেন ৩৫ লাখ শ্রমিক । এখন এই শিল্পে কর্মরত ৪০ লাখ শ্রমিক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি