বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে প্রান্তিক কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ ‘‘কৃষক বাচঁলে দেশ বাচঁবে’’ এই শ্লোগানকে ধারন করে মঙ্গলবার বিকেল ৫টায় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বারেরা ও বারুর গ্রামের প্রান্তিক কৃষকদের নিয়ে বারেরা মোল্লা বাড়ী দিলারা মঞ্জিল প্রাঙ্গনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মোল্লা গভীর নলকূপ সমবায় সমিতির সভাপতি মো. গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি অধিদপ্তরের সাবেক পরিচালক ও মুক্তিযোদ্ধা আবদুল আউয়াল মোল্লা,পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার সহকারি ইঞ্জিনিয়ার মো. সাহেদ, মো. ইয়াকুব আলী, দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ন সাধারন সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল, ন্যাপ নেতা ও মুক্তিযোদ্ধা মো. শহিদুল্লা সরকার সহ আরো অনেকে। এদিকে উপস্থিত বক্তরা বক্তব্য বলেন, কৃষকরা হচ্ছে দেশের চালিকা শক্তি, আর এই শক্তির উৎস থেকে কৃষকদের উপাজিত সবুজ সোনালী ফসল ঘরে তুলেন কৃষক।

তাই মোল্লা গভীর নলকূপের পানি সঠিক ভাবে প্রয়োগ করতে এবং কৃষকদের থেকে ন্যায মূল্য পানি সরবরাহের আহবান করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি