শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কর্মকৌশল নির্ধারণে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি বসছে বিকালে


কর্মকৌশল নির্ধারণে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি বসছে বিকালে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০১.২০১৯


ডেক্স রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘শোচনীয়’ পরাজয়ের পর আগামী দিনের কর্মকৌশল নির্ধারণে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের স্টিয়ারিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকটি রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে জাতীয় সংলাপ, দেশের চলমান রাজনীতি ও নির্বাচনের পর আগামী দিনের কর্মপন্থা নির্ধারণে এ বৈঠক হবে।

ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ বৈঠকে উপস্থিত থাকবেন।

ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান গণমাধ্যমকে বলেন, বিকাল ৪টার দিকে বৈঠক শুরু হবে। এতে জাতীয় সংলাপসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি