শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রী বললেন, সবরকম সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়াই সরকারের লক্ষ্য


প্রধানমন্ত্রী বললেন, সবরকম সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়াই সরকারের লক্ষ্য


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ

প্রত্যেক সরকারি কর্মচারীদের আইন মেনে চলতে হবে। আইন অনুসরণ করতে হবে। বিএনপি তাদের আগুন সন্ত্রাসের ফল পেয়েছে এবারের নির্বাচনে। জনগণ দলটিকে প্রত্যাখান করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার গঠনের পর থেকেই সব সময় চেষ্টা করি মন্ত্রণালয়গুলো সরোজমিনে দেখতে। বৃহস্পতিবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি বলেন, জনগণের সেবা যেন তাদের দোরগোড়ায় পৌঁছায়, সেটা নিশ্চিত করতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি তাদের আগুন সন্ত্রাসের ফল পেয়েছে এবারের নির্বাচনে। জনগণ দলটিকে প্রত্যাখান করেছে। সন্ত্রাস, জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। দুর্নীতির কোনো সুযোগ নেই, কেন না- সরকারি সব সুবিধাই নিশ্চিত করা হচ্ছে কর্মকর্তাদের। মনমানসিকতার পরিবর্তন জরুরি তৃণমূল পর্যন্ত। কেউ দুর্নীতিগ্রস্ত হলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷

‘উপজেলা পর্যায়েও সরকারি কর্মচারীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে৷ সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে৷ সরকারি চাকরি আইন-২০১৮ দ্রুত বাস্তবায়ন করা হবে।’

‘সরকারের সেবা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। জনপ্রশাসনের কাজ হলো আগামী ৫ বছর ১০ ভাগ প্রবৃদ্ধি উন্নীত করা। দারিদ্র্যের হার কমিয়ে জনগণের ভাগ্য উন্নয়নই সরকারের লক্ষ্য।’

প্রত্যেক সরকারি কর্মচারীদের আইন মেনে চলতে হবে। আইন অনুসরণ করতে হবে। অনেকগুলো উন্নয়নমূলক কাজ চলছে, সেগুলো শেষ হলে দেশের অবস্থা বদলে যাবে বলে জানান প্রধানমন্ত্রী

টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে আজ প্রথমবারের মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকাল ১০টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী। এ ছাড়া পাঁচ বিভাগ ও মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি