বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


মহাসড়কের দাউদকান্দিতে অবৈধ স্থাপনা অপসারণ অভিযান চলছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর, শহিদনগর ও ইলিয়টগঞ্জ এলাকা থেকে অবৈধ স্থাপনা অপসারণ অভিযান শুরু করেছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ।

উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) দুপুরে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মনিরুল ইসলামের নেতৃত্বে এ অপসারণ অভিযান চালানো হয়।

দীর্ঘদিন যাবৎ মহাসড়কে দাউদকান্দি টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ বাজার পর্যন্ত ১৪ কিলোমিটার অংশে ফুটপাত এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খালি জায়গা অবৈধভাবে দখল করে বিভিন্ন দোকানপাট ও গ্যারেজ গড়ে তোলা হয়েছে। ফলে পথচারীদের ফুটপাতের বদলে মহাসড়কের ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। এ কারণে গাড়িচাপাসহ প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া যানবাহন পার্কিং করা হচ্ছে যত্রতত্র। গড়ে উঠছে অঘোষিত বাসস্ট্যান্ড।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি