শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কাতারে ইমামতি পেশার বড় অংশই বাংলাদেশি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ

প্রবাসী ইমামরা বলেন, আমাদের বেতনের বিষয়ে তারা খেয়াল রাখছেন। কাতারের নাগরিকদের মতই আমাদের সম্মান করা হয়। এখানকার অধিকাংশ মসজিদের মধ্যে বাংলাদেশি ভায়েরা ইমাম- মোয়াজ্জেম। আমাদের প্রতি তাদের আত্মবিশ্বাস অনেক বেশি।

মুসলিম দেশ কাতারে বিভিন্ন মসজিদে মোয়াজ্জিন ও ইমামতি পেশায় নিয়োজিতদের বড় অংশই বাংলাদেশি। বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে দিনরাত কাজ করে যাচ্ছেন এমন আলেমরা। মুসলিম রাষ্ট্রের নাগরিক হিসেবে বাংলাদেশি ইমাম-মোয়াজ্জিনরা বেশ সম্মানিত ব্যক্তি। কাতারের জনগণের কাছে নিজ দেশের ইতিহাস ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরার আহ্বান জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের। – সময় টেলিভিশন।

মেধা, আচরণ, মনোমুগ্ধকর তিলাওয়াত, শুদ্ধ আরবি ও অন্যান্য সাফল্যের কারণে বাংলাদেশি ইমাম- মোয়াজ্জিনদের ব্যাপক চাহিদা রয়েছে পারস্য উপসাগরীয় ছোট্ট মুসলিম দেশ কাতারে। সেখানে প্রায় ২ হাজার ৪’শ মসজিদে প্রায় ১ হাজার ৩’শ বাংলাদেশি ইমাম ও মোয়াজ্জিনরা কর্মরত রয়েছেন।

প্রবাসী ইমামরা বলেন, আমাদের বেতনের বিষয়ে তারা খেয়াল রাখছেন। কাতারের নাগরিকদের মতই আমাদের সম্মান করা হয়। এখানকার অধিকাংশ মসজিদের মধ্যে বাংলাদেশি ভায়েরা ইমাম- মোয়াজ্জেম। আমাদের প্রতি তাদের আত্মবিশ্বাস অনেক বেশি।
কাতারি নাগরিকদের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন, কমিউনিটির নেতারা আলমগীর হোসেন আলী। তিনি বলেন, আমাদের প্রতিটি কাজ, বলা এবং চলাফেরা যাতে দেশকে এগিয়ে নিয়ে যায় সে দিকে ইমামদের খেয়াল রাখতে হবে।

বাংলাদেশিদের ধর্মীয় মূল্যবোধের বিষয়টি সে দেশের নাগরিকদের কাছে তুলে ধরা ইমাম মোয়াজ্জিনদের দায়িত্ব বলে মনে করেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আহমেদ ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি