শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আইন আদালত » বিচার ব্যবস্থায় আস্থা আনতে হলে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি থেকে বের হতে হবে, বলেছেন শাহদীন মালিক


বিচার ব্যবস্থায় আস্থা আনতে হলে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি থেকে বের হতে হবে, বলেছেন শাহদীন মালিক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক বলেন, দেশে আইনের শাসনের সঠিক প্রয়োগ না হওয়া পর্যন্ত বিচারবর্হিভূত হত্যা বন্ধ হবে না। কারণ জনগণ এই হত্যাকাণ্ডকে মেনে নিয়েছে, অপরাধীর শাস্তিকে গ্রহণ করছে, তারা এই ব্যবস্থাকে মেনে নিয়েছে। কোন সভ্যদেশে এরকম ঘটনা, হূলস্থুল কাণ্ড হয়ে যেতো, সরকার পদত্যাগ করার পরিস্থিতি হয়ে যেতো। আর আমাদের দেশে এটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। এটা আইনের শাসনের পরিপন্থি। সোমবার ইনডিপেনডেন্ট টেলিভিশনের আজকের বাংলাদেশে তিনি বলেন, বিচার ব্যবস্থায় আস্থা আনতে হলে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি থেকে বের হতে হবে।

তিনি বলেন, দাগী আসামির আত্মপক্ষ সমর্থন করার অধিকার আছে, যা মানুষ হিসেবে এটা তার প্রাপ্য। এই হত্যাকাণ্ড বন্ধের একমাত্র সমাধান হলো রাজনৈতিক সিন্ধান্ত যা সরকারকে ঘোষণা দিতে হবে, তারা কোন বিচার বহির্ভূত হত্যাকে সমর্থন করবেন না। কারণ কোন সভ্যদেশে এটাকে মানা উচিত না।

তিনি আরও বলেন, সরকার ১৬ কোটি মানুষের দেশে ১৭শো বিচারক দিয়ে কিভাবে হাইকোর্ট সুপ্রিমকোর্ট সামাল দিবে তা আমার ক্ষুদ্র জ্ঞানে আসছে না। তিনি বলে আমি কাউকে খাটো করছি না, সরকার মৎস্য পশুসম্পদ মন্ত্রণালয়ের বাজেট আইন বিচার বিভাগের বাজেটের দ্বিগুণ করছে, আমাদের ভাবার সময় এসেছে, আমাদের কোনটাকে প্রাধান্য দিয়ে আগাতে হবে। এই বিচারহীনতা শুরু হয় অপারেশন ক্লিনহার্ট করার মধ্য দিয়ে, যা পর্যন্ত বিভিন্ন নামে আমাদের শুনতে হচ্ছে, সরকার সদিচ্ছা প্রকাশ করলে এটাবন্ধ সময়ের ব্যাপার বলে তিনি মনে করেন যা অবশ্যই সরকারকে বলতে হবে সুশাসনের জন্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি