শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


শরীয়তপুরের মৌ চাষিরা ন্যায্যমূল্য না পেয়ে ভিন্ন পেশায় ছুটছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ শরীয়তপুরে প্রাকৃতিক ভাবে মধুর চাষ কমে গেছে। জেলার প্রায় সহস্রাধিক মধু সংগ্রহকারীর পেশা অস্তিত্ব সংকটে। আদি পেশা ছেড়ে এসব মধু সংগ্রহকারীরা জীবন ধারণের তাগিদে বিকল্প পেশার দিকে ঝুঁকছেন। প্রাকৃতিক মধু উৎপাদন কমে যাওয়ায় দুষ্প্রাপ্য হয়ে গেছে খাঁটি মধু।

মৌ চাষি মিঠু ,ইদ্দিছ মাদবর, টুটুল, জাহাঙ্গীর আলম বলেন, মৌ চাষিরা ন্যায্যমূল্য না পাওয়ায় ভিন্ন পেশার দিকে ছুটছেন। শীত মৌসুমে শরীয়তপুরে বাণিজ্যিক ভাবে মৌমাছি চাষ করে লাভ করলেও ৪ মাস মৌমাছিদের চিনি খাওয়াতে হয় তাদের। এর ফলে লোকসান গুনতে হয় তাদের। তখন সংসার চালাতে হিমসিম খেতে হয় চাষিদের।
তাই সরকারের কাছে তাদের দাবি ৬ মাস চিনিতে ভর্তুকি দিলে বা সরকারিভাবে মধু ক্রয় করলে ন্যায্যমূল্য পেলে এ পেশাকে টিকিয়ে রাখা যাবে। এদিকে মৌ চাষিরা এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল শরিয়ে নেয়ার সময় পুলিশকে চাঁদা দেওয়ার অভিযোগ করেছেন চাষিরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্থানীয় কৃষক ও মৌ চাষি সূত্র জানা গেছে, জেলায় প্রচুর পরিমাণ মসলা জাতীয় ফসল ও রবি শষ্য উৎপাদন করা হতো। প্রাকৃতিক এ ফসল থেকে প্রতি মৌসুমে জেলায় প্রচুর পরিমাণ মধু আহরণ করা হতো। বাক্সভর্তি মৌমাছি চাষ করে মধু সংগ্রহ করে লাভবান চাষিরা। মৌমাছিরা সরিষা, তীল, কালোজিরা, ধনিয়া, মেতিসহ মসলা ও রবি শষ্যের ফুল থেকে মধু আহরণ করে গাছের ডালে, ইমারতের, ঘরেরচালে কিংবা ব্রিজের তলায় বাসা বেধে সেই মধু মৌচাকে জমা করে। বিনা মুলধনে পাওয়া এসব মৌ-চাক থেকে মধু সংগ্রহ করে জেলার ৬ উপজেলার প্রায় সহস্রাধিক মৌয়াল জীবিকা নির্বাহ করে থাকে।

ডিসম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রাকৃতিক মধু উৎপাদনের মৌসুম। আগে প্রতিদিন গড়ে ৫-৬ কেজি মধু সংগ্রহ করতে পারতো এক এক জন মৌয়াল। আগের মত মৌ-চাক না পাওয়ায় মধু সংগ্রহ দুঃসাধ্য হয়ে পরেছে। তাই পেশা পরিবর্তন করে অন্য পেশায় চলে গেছে অনেকে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক রিফাতুল হোসাইন বলেন, এবছর শরীয়তপুর জেলায় ধনিয়া, সরিষার আবাদ ভাল হয়েছে তাই মৌ চাষিরা মধু সংগ্রহ করতে পারছে। কৃষকদের সচেতনতা কর্মশালা করে থাকি। মৌ চাষিদের তালিকা করার উদ্যোগ নেওয়া হবে। এব্যপারে আলোচনা করা হচ্ছে।

এছাড়াও মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করার কারণে ফলন ভাল হবে কৃষকদের। এতে কোনো প্রকার ক্ষতি হবে না এমনটাই জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি