বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


শনিবার বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ ছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের কয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের দু-এক জায়গায় বিচ্ছন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে আকাশে মেঘ জমতে শুরু করে। তবে দেশের কোথাও কোথাও সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। অনেক স্থানে বজ্রবৃষ্টিও শুরু হয়েছে। তেতুঁলিয়ায় ৫ মিলি, ডিমলায় ৪ মি.লি, সৈয়দপুর ও বগুড়ায় ১ মিলি ছাড়াও রাজশাহী,রংপুর, দিনাজপুরে সামান্য বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস জানানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি