বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রশ্নপত্র ফাঁস; ঘাটাইলে দুইজনের কারাদণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০১৯

ডেস্ক রিপোর্ট: পরীক্ষা শুরুর ২০ মিনিট আগেই প্রশ্নপত্র মিলেছে কেন্দ্রের বাইরে ফটোকপির দোকানে। শনিবার গণিত পরীক্ষার দিনে ঘাটাইলের সাগরদিঘী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করেছে টাঙ্গাইলের নির্বাহী ম্যজিষ্ট্রেট মো. আল মামুন। আটককৃত দুজনকেই বিকালে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়।

আটককৃতরা হলেন- সাগরদিঘী গ্রামের সঞ্জিত সাহার ছেলে কোচিং সেন্টারের শিক্ষক শ্যামল বাবু (৪৫) ও সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের ঝাড়দার আব্দুর রহমান (৫৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার পরীক্ষা শুরুর আগে টাঙ্গাইলের নির্বাহী ম্যজিষ্ট্রেট মো. আল মামুন সাগরদিঘির রাকিব লাইব্রেরীতে অভিযান চালায়। এ সময় দুজনকে গনিত প্রশ্নসহ আটক করে।

আটককৃত আব্দুর রহমান বলেন, পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর আমার হাতে প্রশ্নপত্র দিয়ে কেন্দ্রের বাহিরে রাকিব লাইব্রেরীতে নিয়ে যেতে বলেন। আমি তার কথামতো দোকানে দাঁড়িয়ে থাকা কোচিং মাষ্টার শ্যামল বাবুর কাছে প্রশ্ন পৌঁছে দেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি