শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » ধর্মীয় » মুসল্লি ভাইদের জন্য মাঠ তৈরি করলে আল্লাহ পাকের সন্তুষ্টি মিলবে’


মুসল্লি ভাইদের জন্য মাঠ তৈরি করলে আল্লাহ পাকের সন্তুষ্টি মিলবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতি কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। ইজতেমাকে সামনে রেখে প্রতিদিন টঙ্গী, গাজীপুর, উত্তরা ও তুরাগ এলাকার বিভিন্ন মাদ্রাসার ২০ সহস্রাধিক স্বেচ্ছাসেবী ছাত্র ময়দানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তাবলিগ জামাতের চলতি বছরের সম্মেলন বা ইজতেমা।

ইজতেমা ময়দান সরেজমিন ঘুরে দেখা যায়, ইজতেমাকে সামনে রেখে এগিয়ে চলছে সবধরনের প্রস্তুতির কাজ। প্রায় ২০ সহস্রাধিক মাদ্রাসা ছাত্রসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বেচ্ছাশ্রমে ময়দানে কাজ করছেন।

নাইলনের রশি ও পাটের চট দিয়ে প্যান্ডেল তৈরির কাজ, ছাতা মাইক টানানো, টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন, মুক্কাবির মঞ্চ তৈরি, বালি ফেলে উঁচু-নিচু জায়গা সমান করাসহ ময়দান পরিষ্কারের কাজ করছেন আগত মুসল্লিরা।

ঢাকার মিরপুরের বাসিন্দা তাবলিগের চিল্লার সাথী আবুল কাশেম ইয়াছিন বলেন, ‘বিশ্ব ইজতেমার আগে মাঠে কাজ করতে প্রতি বছরই এখানে আসি। এখানে মাদরাসার ছাত্র-শিক্ষক, সাধারণ মুসুল্লিসহ যে কেউ আসতে পারেন। এটার জন্য আমরা কোন টাকা-পয়সার আশা করি না। মুসুল্লি ভাইদের জন্য মাঠ তৈরি করলে আল্লাহ পাকের সন্তুষ্টি মিলবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি