শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


২৪ ফার্মেসিকে ৪০ লাখ টাকা জরিমানা, কারাদণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ফার্মেসি মালিকেরা বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ, নকল/ভেজাল ওষুধের ব্যবসার অভিযোগ রয়েছে। আর এমন অপরাধ দমনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর ভূমিকা সর্বমহলে প্রশংসিত। এ বিষয়ে র‌্যাব নিয়মিত গোয়েন্দা নজরদারিও করে থাকে।

এরই ধারাবাহিকতায় গত দুই দিন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ২ এর উদ্যোগে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলম এর পরিচালনায় এবং স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসনের সহায়তায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ২৪ দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রতিটি ফার্মেসি থেকে বিভিন্ন প্রকার ভেজাল, নকল, মানহীন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও অপারেশন এর উপকরণ জব্দ করা হয় এবং ৪টি ফার্মেসি সিলগালা ও ২৮ জনকে মোট ৪০ লাখ টাকা জরিমানা ও আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে র‌্যাব ২ এর ভ্রাম্যমাণ আদালত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি