শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দেশে সংযোজন করা নতুন ফোরজি ফোন ‘প্রিমো জিএমথ্রি প্লাস’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

‘প্রিমো জিএমথ্রি প্লাস’বাংলাদেশে সংযোজন করা নতুন একটি ফোরজি সমর্থিত স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। ৩ জিবি র‍্যাম, ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘প্রিমো জিএমথ্রি প্লাস’ ফোনটির দাম ৮ হাজার ৫৯৯ টাকা।

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, নতুন আসা ফোনটি ‘জিএম থ্রি প্লাস’ সিরিজের হালনাগাদ সংস্করণ। আগের মডেলটি ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় র‍্যামসহ বেশ কিছু ফিচার বাড়িয়ে নতুন মডেলটি বাজারে ছেড়েছে ওয়ালটন। ডিপ ব্লু, রয়্যাল ব্লু, লাইট ব্লু ও গোল্ডেন—এ চারটি ভিন্ন রঙে ফোনটি বাজারে পাওয়া যাবে। স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে আইপিএস প্রযুক্তির ফুল-ভিউ ডিসপ্লে। ৫.৩৪ ইঞ্চির পর্দার ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন সুবিধাযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ধুলা ও আঁচড়রোধী ২.৫ডি কার্ভড গ্লাস।

‘প্রিমো জিএমথ্রি প্লাস (৩ জিবি)’ অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে পরিচালিত। এতে ব্যবহৃত হয়েছে ১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর। ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ১৬ গিগাবাইটের, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এর পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, সেলফির জন্য সামনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় নরমাল মোড ছাড়াও রয়েছে প্রো মোড, ফেস বিউটি, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, অটো-ফোকাস, টাচ-ফোকাস, এইচডিআর, টাইম ল্যাপস, স্লো মোশন, প্যানোরমা, সিন মোড, নাইট মোড, ফিল্টার মোডসহ আকর্ষণীয় ফিচার।

কানেকটিভিটির জন্য ‘প্রিমো জিএমথ্রি প্লাস’ ফোনে আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ইউএসবি, ল্যান হটস্পট, ওটিএ ও ওটিজি। সেন্সর হিসেবে আছে জিপিএস, এ-জিপিএস, এক্সেলারোমিটার (থ্রিডি), প্রোক্সিমিটি ইত্যাদি। ফোনের সুরক্ষায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দেওয়া যাবে স্ক্রিন লক পাসওয়ার্ডও। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক ও ক্যামকর্ডার, নোটিফিকেশন লাইট ইত্যাদি।

দেশে তৈরি স্মার্টফোনটিতে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেওয়া হবে বলে জানিয়েছে ওয়ালটন। স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা দেবে প্রতিষ্ঠানটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি