শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় গৃহবধূ ধর্ষণ, যার দাম গ্রাম্য শালিশে মাত্র এক হাজার টাকা!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০২.২০১৯

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের শিকারী পাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রাম্য শালিশে মাত্র এক হাজার টাকা জরিমানা করে ধর্ষনের দাম দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, গ্রাম্য সালিশ যারা করেছেন তারা ধর্ষনকারী রুহল আমিনের কাছ হতে মোটা অংকের টাকা খেয়ে মাত্র এক হাজার টাকায় ধর্ষণের শাস্তি হিসেবে দফারফা করেছেন।

গত ১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ধর্ষক রুহুল আমিনের বাকই উত্তর ইউনিয়েনের ০৬ নং ওয়ার্ড মেম্বার বাহাউদ্দিন ও সৈয়দ আলীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা বাড়িতে গ্রাম্য সালিশে বসেন। এসময় ধর্ষণের শিকার ওই গৃহবধুর বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করায় রাতের অন্ধকারের শালিসে
ধর্ষক রুহুল আমিনকে মাত্র এক হজার টাকা জরিমানা করেন।

ধর্ষণের শিকার ওই নারী জানান, গত ৫ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১২টায় আমাদের বাড়িতে আসে অত্র এলাকার সিএনজি চালক রুহুল আমিন, বাড়িতে এসে প্রথমে আমাকে কলা গাছের থোড় দেওয়ার জন্য বলে। এক পর্যায়ে রুহুল আমিন পানি পান করার জন্যও আমার নিজ ঘরের কক্ষে ঢুকে এবং প্রবেশের সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করে। আমি চিৎকার দিলে আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে বাড়ি ত্যাগ করে ধান ক্ষেতের মাঝ দিয়ে চলে যায় ধর্ষক রুহুল আমিন। আমি বিষয়টি বারবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে নালিশ দিলেও তাহার কোন প্রতিকার পায়নি।

শিকারীপাড়ার আব্দুল মতিন মিয়ার পুত্র সিএনজি চালক রুহুল আমিন কর্তৃক প্রবাসীর স্ত্রী মাইমুনা (ছদ্দনাম) কে তাহার নিজ ঘরে ধর্ষন করার পর তা সহ্য করতে না পেরে প্রবাসীর স্ত্রীকে স্থানীয় বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ূব আলী, ০৬ নং ওয়ার্ড মেম্বার বাহাউদ্দিন ও শিকারীপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আলীকে জানানোর পর তাহারা ভিকটিমকে গ্রাম্য সালিশের জন্য শান্তনা দেন এবং ধর্ষণের শিকার গৃহবধূকে মামলা না করার জন্যও নির্দেশ প্রদান করেন।

এলাকার মেম্বার বাহাউদ্দিন ও সৈয়দ আলী গ্রাম্য সালিশ করে অভিযুক্ত ধর্ষক সিএনজি চালক রুহুল আমিনের বিচার যথাযথ ভাবে করবে বলে আমায় আশ্বাস দেয় এবং থানায় কোন প্রকার মামলা না করারও হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত ১৪ ফেব্রুয়ারি বাকই উত্তর ইউনিয়েনের ০৬ নং ওয়ার্ড মেম্বার বাহাউদ্দিন ও সৈয়দ আলীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এক হজার টাকা জরিমানা করেন।

বিষয়টি সংশ্লিষ্ট থানা, লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক দ্রুত ব্যবস্থা নিয়ে ধর্ষণকারীকে গ্রেফতার করবেন এটাই এলাকাবাসীর প্রত্যাশা।

উল্লেখ্য, সিএনজি চালক রুহুল আমিন বেশ কয়েকবার এলাকার অন্যান্য যুবতী মেয়েদেরও ধর্ষণ করেছেন।

এ ঘটনায় লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. ইয়াসির আরাফাত জানান, বিষয়টি পূর্বে আমাকে কেউ জানাননি। আমি তদন্ত করে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের আসামী গ্রেফতারে নির্দেশ দিবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি