শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


বিভিন্ন পদে লোক নেবে দুই বিশ্ববিদ্যালয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ
দেশের বেসরকারি দুটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে লোক নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় দুটি হলো ব্র্যাক ইউনিভার্সিটি ও সাউথইস্ট ইউনিভার্সিটি। নিচে এ বিষয়ে তথ্য তুলে ধরা হলো:

ব্র্যাক ইউনিভার্সিটি
পদের নাম
এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট/সেক্রেটারি (উপাচার্যের কার্যালয়ের জন্য)
যোগ্যতা
১. প্রার্থীকে অবশ্যই স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।
২. বিশ্ববিদ্যালয়/জাতিসংঘের সংস্থা/দূতাবাসে ব্যবস্থাপনার শীর্ষ পর্যায়ে কমপক্ষে সাত বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. ইংরেজি মৌখিক ও লিখিত—উভয় বিষয়ে ভালো দক্ষতা থাকতে হবে।
৪. করপোরেট পরিবেশ দ্রুতগতির কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৫. পুঙ্খানুপুঙ্খভাবে কাজের সক্ষমতা থাকা আবশ্যক।
৬. মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের (ওয়ার্ড, আউটলুক, পাওয়ার পয়েন্ট, এক্সসেল) দক্ষতা থাকাসহ আরও কিছু যোগ্যতা আবশ্যক।

বিস্তারিত জানতে ক্লিক করুন: (https://www.bracu.ac.bd/about/career-at-bracu)

সাউথইস্ট ইউনিভার্সিটি

পদের নাম
* ডিরেক্টর এমবিএ এবং ডিরেক্টর বিবিএ (প্রফেসর/অ্যাসোসিয়েট প্রফেসর) পিএইচডিসহ
* প্রফেসর (ফিন্যান্স, অ্যাকাউন্টিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সিএসই, ইংলিশ ও বাংলা)
* অ্যাসোসিয়েট প্রফেসর (ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ইইই, সিএসই, ইংলিশ ও বাংলা)
* অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ইইই, ইকনোমিকস, এমআইএস এবং এইচআরএম) পিএইচডি অগ্রাধিকার
*লেকচারার (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ইইই, সিএসই, ফার্মেসি ও ইংলিশ)
* ডেপুটি রেজিস্ট্রার/অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার (একাডেমিক)

বিস্তারিত জানতে ক্লিক করুন:(http://www.seu.edu.bd/career/)

যোগ্যতা

১. প্রার্থীকে অনার্স, মাস্টার্স এবং একই বিভাগ থেকে পিএইচডি থাকতে হবে।
২. যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য অথবা বিশ্বের শীর্ষস্থান দখলকারী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী প্রার্থীদের আবেদন প্রত্যাশা করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি