বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » সিরিজ বাঁচাতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ


সিরিজ বাঁচাতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০২.২০১৯


ডেস্ক রিপোর্টঃ

সিরিজ বাঁচাতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে আজ জিততেই হবে। নাহয় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে যাবেন মাশরাফিরা। এমন জটিল সমীকরণ সামনে রেখে কিউইদের মাটিতে কঠিন পরিবেশে খেলতে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে পিছিয়ে আছেন সফরকারীরা।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে বাতাসে আদ্রতা ৪১ শতাংশ। যে পরিবেশের সঙ্গে একেবারে অনভ্যস্ত বাংলাদেশ।প্রথম ম্যাচে হারের পর অধিনায়ক মাশরাফিও বলেছিলেন পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে আরও সময় লাগবে।

ফ্ল্যাট পিচে হালকা ঘাস যা বাড়তি সুবিধা দিবে পেসারদের। ধারাভাষ্যকার সাইমন ডুল বলেছিলেন টসে জিতে বল করাটাই উচিৎ। নিউজিল্যান্ডের অধিনায়কও ভুল করেননি। টসে জিতে বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।

বাংলাদেশ দলে পরিবর্তনের আভাস পাওয়া গেলেও দ্বিতীয় ওয়ানডেতে একাদশে কোনো পরিবর্তন আসেনি। রুবেল হোসেন দলে ফিরবেন এমন গুঞ্জন ছিল, তবে শেষ পর্যন্ত রুবেলকে ছাড়াই নেমেছেন মাশরাফিরা।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, সাইফুদ্দিন ও সাব্বির রহমান।

নিউ জিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, জিমি নিশাম, হেনরি নিকোলস, রস টেইলর ও অ্যাসটল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি