বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


ইমরান খানের প্রতি ভারতের প্রতিবাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০১৯

 

ডেস্ক রিপোর্টঃ

গত বৃহস্পতিবার বিকালে কাশ্মীরের পুলওয়ামার আওয়ান্তিপরা শহরের জাতীয় সড়কে সিআরপিএফের সদস্যদের গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় ৪৪ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪১ সেনা।

 

এমন আত্মঘাতী বোমা হামলার ঘটনায় শোকাহত ভারতীয়রা। এ শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্রাঙ্গন ও ক্রীড়াজগতের তারকাদের মাঝেও।

 

এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রতি অন্যরকম প্রতিবাদ দেখাল ভারতের মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া (সিসিআই)।

 

তারা তাদের রেস্তোরাঁয় রাখা পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান খানের পোট্রেট ঢেকে দিয়ে এ হামলার প্রতিবাদ জানিয়েছেন।

 

শনিবার সিসিআই প্রেসিডেন্ট প্রেমল উদানি বলেন, আমাদের রেস্তোরাঁয় বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের ছবি টাঙানো আছে। আমরা তা দেখাতে চাই। কিন্তু এখন যা ঘটছে তা হতাশাজনক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি