শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ইরাকে একসঙ্গে ৭ সন্তান প্রসব


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ ইরাকের দিয়ালা প্রদেশ। সেখানকার ২৫ বছর বয়সী একজন মা একসঙ্গে প্রসব করেছেন ৭টি শিশু। বিস্ময়ের বিষয় হলো, এসব শিশুর জন্ম হয়েছে একেবারে প্রাকৃতিক উপায়ে। জন্ম নেয়া ৭টি শিশুই সুস্থ আছে। সুস্থ আছে তাদের মাও। ধারণা করা হচ্ছে, ইরাকে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটেছে। তবে ওই মায়ের নাম প্রকাশ করা হয় নি।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ফিরাজ আল আজ্জাবী এক বিবৃতিতে বলেছেন, ওই মায়ের নাম প্রকাশ করা থেকে বিরত থাকছেন তারা। নবজাতক ও মা সুস্থ আছেন।
৭ টি শিশুর মধ্যে ৬টিই মেয়ে। একটি ছেলে। তাদেরকে মেডিকেল চেকআপ করা হয়েছে। যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায় ছোট্ট ছোট্ট চারটি শিশু একসঙ্গে একটি বিছানার ওপর শুয়ে আছে।

এর আগে গত বছর লেবাননের সেইন্ট জর্জ ইউনিভার্সিটি হাসপাতালে একজন মা একসঙ্গে জন্ম দেন ৬টি শিশু। এর মধ্যে তিনটি মেয়ে ও তিনটি ছেলে শিশু। তারা সবাই বেঁচে আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি