শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ছয় জেলায় ভূমিকম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা চট্টগ্রাম, বান্দরবানসহ ছয় জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। বাকি চার জেলা হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও কুমিল্লা।

মৃত্তিকা গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা জানান, সকাল ৯টার দিকে হঠাৎ মৃদু ভূ-কম্পনে কেঁপে ওঠে এসব জেলার বিভিন্ন এলাকা। ৪ থেকে ৫ সেকেন্ড স্থায়ী হয় এ ভূকম্পন।

আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মিজোরাম। চট্টগ্রামে ৪ দশমিক ৭ রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি