শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এবার দেশে ফিরতে চান এক মার্কিন নারী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধে যোগ দিয়ে এখন মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধাদের হাতে বন্দী আছেন হোদা মুথানা। এর আগে শামিমা বেগম নামে এক ব্রিটিশ নারীও দেশে ফেরার জন্য আবেদন করেছে যদিও ব্রিটেন তাকে আর গ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে।

গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে তাদের আইএসে যোগ দেয়া বন্দী নাগরিকদের ফেরৎ নেয়ার আহ্বান জানিয়েছেন অন্যথায় তিনি তাদের মুক্ত করে দেয়ার হুমকি দিয়েছেন। ট্রাম্প চান, সিরিয়ায় বন্দী প্রায় ৮শ আইএস সন্ত্রাসী নিজ নিজ দেশে বিচারের মুখোমুখি হোক।

তার এই ঘোষণার পরই দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছে মার্কিন নারী ২৪ বছর বয়সী মুথানা। তিনি চার বছর আগে আইএসে যোগ দিয়ে সন্ত্রাসী সংগঠনটির একটি অনলাইন মাধ্যমকে সামাজিক মাধ্যমে যুক্ত করে মার্কিনিদের সিরিয়া যুদ্ধে যোগ দেয়ার আহ্বানও জানিয়েছিলেন।

‘আমার ব্রেইন ওয়াশ করা হয়েছে, আমি যা করেছি তা মারাত্মক ভুল। তাই আমি জাতির কাছে অনুতপ্ত ও দু:খ প্রকাশ করছি এবং আমাকে দেশে ফিরতে দেয়ার আবেদন করছি।’ এভাবেই সিরিয়ার আল-হৌল শরণার্থী শিবির থেকে বলছিলেন মুথানা।

আইএস এ যোগ দিয়ে ইতোম্যেধই মুথানা একটি সন্তানের মা হয়েছেন যার বয়স এখন ১৮ মাস। মুথানা এখন যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় পরিবারের কাছে ফেরার আগ্রহ প্রকাশ করছেন বলে গণমাধ্যমগুলো জানিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি