বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » বিএনপির কোনো রাজনীতি নেই, তাই বিএনপির কোনো ভুল-শুদ্ধও নেই : আবুল কাশেম ফজলুল হক


বিএনপির কোনো রাজনীতি নেই, তাই বিএনপির কোনো ভুল-শুদ্ধও নেই : আবুল কাশেম ফজলুল হক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৯

ডেস্ক রিপোর্ট : লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনো রাজনীতি নেই। বিএনপির যেহেতু কোনো রাজনীতি নেই, তাই তাদের কোনো ভুল-শুদ্ধও নেই। সেকারণেই বিএনপির কর্মকাণ্ড সম্পর্কে জনসাধারণের কোনো আগ্রহ নেই।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আওয়ামী লীগ চাইছে বিএনপি উপজেলা নির্বাচনসহ সব নির্বাচনে অংশগ্রহণ করুক। জাতীয় ঐক্যফ্রন্ট সংসদে যোগ দিক। আওয়ামী এটা চাইছে আওয়ামী লীগের স্বার্থে। এখানে জাতীয় কোনো স্বার্থ জড়িত নেই। একটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এটা চাইতেই পারে। তাদের এই অধিকার আছে।

বিএনপি বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার যে ঘোষণা দিয়েছে, এটাও বিএনপি নিজেদের দলীয় স্বার্থে করছে। এখানেও কোনো জাতীয় স্বার্থ নেই। বিএনপি যদি আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করে, তার ফলে বিএনপির ভবিষ্যৎ কী হবে এটা এখন বিবেচনার বিষয় মনে হচ্ছে না। কেননা বিএনপির কোনো রাজনীতি নেই। যেহেতু বিএনপির কোনো রাজনীতি নেই, সেহেতু বিএনপির কর্মকাণ্ড ভুল হচ্ছে নাকি সত্য হচ্ছে সেটা নিয়ে বিশ্লেষণ করার কোনো প্রয়োজন দেখছি না। যে দলটির রাজনীতি নেই, সেই দলটির রাজনীতিতে কোনো ভুল-শুদ্ধও নেই।

তিনি বলেন, গত বারো বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে। এই বারো বছরে বিএনপি যে কর্মসূচিগুলো করেছে বা যে কথাগুলো বলেছে, সেখানে তারা জনগণকে সম্পৃক্ত করতে পারেনি। কেননা জনগণ তাদের কথা বিশ্বাস করেনি অথবা সেগুলো জনগণের কথা ছিলো না। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েই বিএনপির রাজনীতি মারা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি