শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ কিশোরগঞ্জে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্দুর রহিম এ রায় দেন। রায়ে প্রত্যেককে পাঁচ লক্ষ টাকা করে জরিমানাও করা হয়।

আসামিরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আক্কাছ মিয়া ও তারা মিয়া।
মামলার বিবরণে জানা গেছে, লতিবাবাদ গ্রামের বিএডিসির কর্মচারী আব্দুল খালেক সরকারের সাথে আসামিদের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে ২০১২সিালের ৩০ জুন বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে আব্দুল খালেক সরকারের ছেলে আসাদুর রহমানের সাথে আক্কাছের তর্ক-বিতর্ক হয়। এ সময় আসাদুর রহমানের পিতা আব্দুল খালেক সরকার ও ছোট ভাই সাইদুর রহমান রাসেল আক্কাছকে বাধা দেন। এক পর্যায়ে আক্কাছ ও তার লোকজন লাঠি, শাবল ও লোহার রড দিয়ে আব্দুল খালেক সরকারকে পিটিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ঐদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের ছোট ছেলে সাইদুর রহমান রাসেল বাদী হয়ে আটজনকে আসামি করে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আদালত বাকি ছয় আসামিকে খালাস প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি এজলাসে উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি