শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কৃপণতা একটি মন্দগুণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৯


ডেস্ক রিপোর্টঃ

কৃপণতা একটি মন্দ স্বভাব, খারাপ গুণ, দোষণীয়, পরিত্যাজ্য একটি অভ্যাস। ওই ধরনের বদভ্যাসের লোকজনকে সমাজের সবাই অন্য চোখে দেখে। এ ধরনের লোকজনকে সমাজের কেউই পছন্দ করে না। ইসলামও কৃপণতা বা কৃপণ ব্যক্তিকে সমর্থন করেনি। এটাকে ধ্বংসের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, ‘তিনটি কাজ মানুষকে মুক্তি দেয় এবং তিনটি কাজ মানুষকে ধ্বংস করে। তিনটি ধ্বংসকারী কাজ হলোÑ ১. প্রবৃত্তির অনুসরণ করা। ২. কৃপণতাকে মেনে নেওয়া এবং ৩. আত্ম-অহংকার করা। আর এটিই হচ্ছে সবচেয়ে কঠিন।’ (বায়হাকি : ৬৮৬৫, মেশকাতুল মাসাবিহ : ৫১২২)।

কৃপণতা মোমিনদের স্বভাব নয়, হতে পারেও না। কেননা মোমিনদের মধ্যে খারাপ বা এমন চরিত্র সংমিশ্রণ হতে পারে না, যা ইসলাম সমর্থন করে না। কৃপণতা একটি বদঅভ্যাস। হাদিসে মোমিনদের চরিত্রে কৃপণতা একত্রিত হয় না বলে ইঙ্গিত করা হয়েছে। হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেনÑ ‘কোনো মোমিনের মধ্যে দুটি চরিত্র একত্রিত হয় না। কৃপণতা ও মন্দ চরিত্র।’ (আবু দাউদ : ২৩২২, তিরমিজি : ১৯৬২, মেশকাতুল মাসাবিহ : ১৮৭২, বুলুগুল মারাম, আদাবুল মুফরাদ : ২৮২)। যেহেতু কৃপণতা দুশ্চরিত্র; তাই এটা কখনও মঙ্গল বয়ে আনে না। বরং তা অমঙ্গল ডেকে আনে সবসময়। আল্লাহ নিজেই এটাকে অমঙ্গল হিসেবে ঘোষণা করে বলেনÑ ‘এবং আল্লাহ নিজ অনুগ্রহে যা তাদের দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তাদের জন্য তা মঙ্গল এটা যেন তারা কিছুতেই মনে না করে। বরং এটা তাদের জন্য অমঙ্গল। যে বিষয়ে তারা কৃপণতা করবে কেয়ামতের দিন তা তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে।’ (সূরা আলে ইমরান : ১৮০)।

 

কৃপণতা অতীত, বর্তমান বা ভবিষ্যতে কখনও সমর্থিত নয়। ইসলামের পূর্ব যুগ তা সমর্থন করেনি। ইসলাম ধর্মও তা প্রত্যাখ্যান করেছে। এমনকি কৃপণতা থেকে দূরে থাকতে নির্দেশ প্রদান করেছে। এর কারণেই পূর্বেকার জাতিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়েছে ধ্বংস। তাই আমাদেরও সতর্ক থাকতে হবে। হজরত জাবির (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেনÑ ‘জুলুম করা থেকে নিজেকে বাঁচাও। কেননা কেয়ামতের কঠিন দিনে জুলুম কঠিন অন্ধকার রূপে আত্মপ্রকাশ করবে। আর কৃপণতা থেকেও নিজেকে বাঁচাও। কারণ এটা আগের জাতিগুলোকে ধ্বংস করেছে। এ কৃপণতা তাদের নিজেদের রক্তপাত করার এবং হারামকে হালাল জানার প্রতি উদ্বুদ্ধ করেছে।’ (মুসলিম : ৫৬, আহমদ : ১৪৪৬১, মেশকাতুল মাসাবিহ : ১৮৬৫, শরহে সুন্নাহ : ৪১৬১)।

 

কৃপণ ব্যক্তি সম্পর্কে ইসলাম ধর্র্ম কঠোরভাবে সতর্কবাণী উচ্চারণ করেছে। জান্নাতে প্রবেশ করবে না কৃপণ ব্যক্তি। এর চেয়ে ভয়াবহ আর কী হতে পারে? তাই আমাদের কৃপণতা পরিত্যাগ করে ইসলামের শিক্ষাকে সাদরে গ্রহণ করতে হবে। ছেড়ে দিতে হবে ওইসব মন্দ স্বভাব। হজরত আবু বকর সিদ্দিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেনÑ ‘জান্নাতে প্রবেশ করবে না ধোঁকাবাজ, কৃপণ ও কর্তৃত্বের বা ক্ষমতার অপপ্রয়োগকারী।’ (তিরমিজি, বুলুগুল মারাম, সুবুলুস সালাম : ১৪১৮)।

 

আমাদের সমাজে কৃপণ লোকের সংখ্যা গুনে শেষ করা যাবে না। সর্বক্ষেত্রে এসব লোক পরিলক্ষিত হয়। সমাজকে আদর্শময় করতে হলে এসব লোককে প্রাথমিক পর্যায়ে কৃপণতার পরিণাম বয়ান করে ভালো পথে আসার আহ্বান করতে হবে। সংশোধন না হলে ঘৃণাভরে প্রত্যাখ্যান করতে হবে। এরপরও সমাজকে আদর্শের পথে এগিয়ে নিতে কোনো কার্পণ্য করা যাবে না। আমরা কৃপণতাকে প্রত্যাখ্যান করতে পারলে সমাজ আদর্শময় হতে বাধ্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি