বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


অদ্ভুত মাছের দীর্ঘ পথপরিক্রমা!


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : পৃথিবীর আরেক প্রান্ত থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে উত্তর আমেরিকায় এসেছে অদ্ভুত বিশালাকৃতির এক মাছ। মাছটির লেজ গোলাকৃতির, দৈর্ঘ্য সাত ফুট। গত সপ্তাহে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দেখা যায় এ মাছ।

পরে জানা যায় এটা হুডউইঙ্কার সানফিশ, যার দেখা এ অঞ্চলে মেলে না। গত ১৯ ফেব্রুয়ারি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কোল অয়েল পয়েন্ট রিজার্ভে সংরক্ষণ বিশেষজ্ঞ জেসিকা নিলসন মাছটিকে সমুদ্রের পাড়ে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি মাছটির অদ্ভুত কিছু বৈশিষ্ট্য দেখেন। পরে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন জেসিকা। পরদিন ওই ছবি দেখে তার সহকর্মী থমাস টার্নার সেগুলো আইন্যাচারালিস্ট নামে একটা সাইটে পোস্ট করেন। পরে মৎস্যবিজ্ঞানী র‌্যাল্্ফ ফোস্টার ছবিটি দেখে এর পরিচয় সম্পর্কে নিশ্চিত হন।

তিনি জানান, এটা হুডউইঙ্কার সানফিশ। আর এ অঞ্চলে এই মাছের দেখা পাওয়া সত্যিই এক বিরল ঘটনা। নিউজিল্যান্ডের অকল্যান্ড অয়্যার মেমোরিয়াল মিউজিয়ামের সমুদ্র বিভাগের কর্মী নাইগার্ড ২০১৭ সালে এ প্রজাতির মাছ আবিষ্কার করেন। তিনি বলেন, সব ধরনের বড় মাছ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও চিলিতে পাওয়া যায়।

রেকর্ড ঘেঁটে দেখা গেছে, ১৮৯০ সালের দিকে নেদারল্যান্ডসে হুডউইঙ্কার সানফিশ দেখা গিয়েছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি