শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


চাপে পড়ে পাইলটকে মুক্তি দেওয়া হয়নি, দাবি পাকিস্তানের


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : ভূপাতিত জেট বিমানের আটক হওয়া ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে কোনো চাপে পড়ে বা বাধ্যবাধকতার কারণে মুক্তি দেওয়া হয়নি বলে দাবি করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেইশী। আজ শনিবার বিবিসি উর্দুকে দেওয়া এক স্বাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ‘নিজ দেশের বা অঞ্চলের শান্তিতে ঝুঁকি আনতে কোনো বিরোধী রাষ্ট্রকে অনুমতি দেবে না পাকিস্তান। আমরা চরমপন্থি দলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘সরকার কোনো জঙ্গি বা জঙ্গিগোষ্ঠিকে অস্ত্র ব্যবহার বা সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়াতে দেবে না। যদি কোনো জঙ্গিসংগঠন এটা করে থাকে, তবে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’

ধরাপড়া ভারতীয় পাইলট অভিনন্দনকে পাকিস্তানের মুক্তি দেওয়ার ব্যাপারে কোরেইশী বলেন, ‘এখানে তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে পাকিস্তানের ওপর কোনো চাপ অথবা বাধ্যবাধকতা ছিল না।’

ভারতের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা তাদের দুঃখ বাড়াতে চাই না বলে জানাতে চেয়েছিলাম ও তাদের নাগরিকদের জন্য আমরা দুঃখজনক হতে চাই না। আমরা শান্তি চাই।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘রাজনীতির ওপর ঝুঁকি নিয়ে দেশের শান্তি চায় না পাকিস্তান।’

এর আগে গতকাল শুক্রবার প্রতিবেশী দেশ পাকিস্তানে দীর্ঘ ৬০ ঘণ্টা আটক থাকার পর দেশে ফিরেছেন ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান। গত মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে বিমান থেকে বোমাবর্ষণ করে। পরদিন বুধবার সকালে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে এবং এক পাইলটকে আটক করে পাকিস্তান।

পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘উত্তেজনা নিরসনে ভূমিকা রাখলে আমরা ভারতীয় পাইলটকে হস্তান্তর করতে প্রস্তুত।’ এর পরই পাকিস্তান শান্তির নিদর্শন হিসেবে তাকে মুক্তি দেওয়ার ঘোষণা দেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি