শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রমাণ চায় পাকিস্তান ভারতের কাছে 


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার সঙ্গে মাসুদ আজহারের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। ওই ঘটনায় জইশ-ই-মহম্মদ দায়ী নয় বলে মনে করেন তিনি।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। সেখানে তিনি পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় জইশ-ই-মুহম্মদকে নির্দোষ বলে দাবি করেন। এ বিষয়ে ভারত প্রমাণ দিতে পারলে পাকিস্তান সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলা হয়। এ ঘটনায় নিহত হন ৪০ জন ভারতীয় জওয়ান। আহত হন আরও অনেকে।

ওই ঘটনায় পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ দায়ী বলে ভারতের পক্ষ থেকে প্রথম থেকেই বলা হচ্ছে। কিন্তু এর পেছনে ভারত এখন পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তাই ভারতের কাছে তিনি এ ঘটনার প্রমাণ চেয়েছেন।

তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলওয়ামা হামলার পর থেকেই ভারত একাধিকবার পাকিস্তানকে প্রমাণ দেওয়া সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই শুরু থেকেই ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা নিয়েছে। কেড়ে নিয়েছে বিশেষ সুবিধাপ্রাপ্ত দেশের তকমা।

একই সঙ্গে তার পাল্টা হিসেবে ২৬ ফেব্রুয়ারি ভোররাতে আরও একবার সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। পাক অধিকৃত কাশ্মীরে জইশের সবচেয়ে বড় জঙ্গিঘাঁটিতে আকাশপথে মিরাজ-২০০০ যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি