শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতে ছবির নাম নিয়ে কাড়াকাড়ি


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : যুদ্ধে ক্ষয়ক্ষতির আশঙ্কায় পুরো ভারত। পাকিস্তান-ভারত যুদ্ধের দামামা বেজে উঠতেই বলিউডের প্রযোজক-পরিচালকদের ভেতরে চাঞ্চল্য তৈরি হয়ে গেছে। ছবির নাম নিয়ে কাড়াকাড়ি শুরু করেছেন তারা।

জাতীয় দুর্যোগ হলে কী হবে, একে ব্যবসার কাজে লাগাতেই হবে। পুলওয়ামা হামলার ঘটনা নিয়ে ছবি বানাতে হবে। কারণ ভারতের জনগণের দেশপ্রেমের আবেগ পর্দায় চলে ভালো। কয়েক দিন আগে সেটা আবারও প্রমাণ করেছে দেশপ্রেমের ছবি ‘উড়ি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। ব্যবসা করেছে ২০০ কোটি রুপি। সুতরাং পুলওয়ামা হামলা নিয়ে ছবি করার জন্য আগাম নাম নিবন্ধন করতে রীতিমতো প্রতিযোগিতায় নেমে গেছেন প্রযোজক-পরিচালকরা।

বেশ কিছু নাম নিয়ে ইতিমধ্যে কাড়াকাড়ি পড়ে গেছে। আলোচিত বেশ কিছু শব্দকে ছবির নামের জন্য জুতসই মনে করছেন বলিউড-সংশ্লিষ্টরা। সেগুলোর মধ্যে রয়েছে ‘অভিনন্দন’ (পাকিস্তানে আটক ভারতীয় বৈমানিক), ‘বালাকোট’ (পাকিস্তানের শহর), ‘পুলওয়ামা’ শব্দগুলো। ইতিমধ্যে ভারতে পাঁচটি প্রযোজনা সংস্থা ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশনে (ইম্পা) ছবির নাম নিবন্ধন করতে শুরু করেছেন। ইতিমধ্যে এসব শব্দযোগে অন্তত ১০টি ছবির আবেদন জমা পড়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি