বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ঋণ প্রদানের নীতিমালা সুবিধা পাচ্ছেন না নারী উদ্যোক্তারা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : দেশের ব্যাংকগুলো ঘটা করে প্রচার করছে বিশেষ সুবিধাসহ নারী উদ্যোক্তাদের ঋণ প্রদান করছেন। নারী উদ্যোক্তাদের স্বল্পসুদে, জামানত ছাড়া এবং সহজশর্তে ঋণ প্রদানে কেন্দ্রীয় ব্যাংকও তৎপরতা চালাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে নানা জটিলতা সৃষ্টি করে ব্যাংকগুলো নারীদের ঋণ দিতে অনাগ্রহী। তবে নারীদের সামনে রেখে একশ্রেণির মানুষ ঋণ নিচ্ছেন। ব্যাংকগুলো জেনেশুনেই ওই শ্রেণির উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে; কিন্তু প্রকৃত উদ্যোক্তারা বঞ্চিত হচ্ছেন। তাই নারী উদ্যোক্তাদের জন্য নীতিমালা পরিবর্তনসহ তাদের এগিয়ে নিতে ঋণ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা।

নারী উদ্যোক্তারা জানান, সরকার নারী উদ্যোক্তাদের জন্য সহজশর্তে ও কমসুদে ঋণ প্রদানের নীতিমালা প্রণয়ন করলেও এ সুবিধা পাচ্ছেন না উদ্যোক্তারা। নানা শর্তের বেড়াজাল ঋণ পাওয়ার ক্ষেত্রে ভোগান্তিতে পড়ছেন। এ ছাড়া ব্যাংকগুলোতে নারী উদ্যোক্তা ‘হেল্পডেক্স’ থাকলেও কোনো সহযোগিতা দিচ্ছে না। ফলে ব্যবসা-বাণিজ্যে পিছিয়ে যাচ্ছেন নারীরা।

নারী উদ্যোক্তারা বলেন, তারা কোনো কোটা চান না। তারা সহায়তা চান। ব্যবসা শুরু করতে অনেক ধরনের সহায়তা চান। দেশের বড় বড় শিল্পগুলো ব্যাংকঋণ ও সরকারের বিভিন্ন সহায়তার কারণে ছোট থেকে বড় হতে পেরেছেন। নারীরা বড় শিল্পপতি হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে চান।

নারী উদ্যোক্তাদের ভোগান্তি ও করণীয় বিষয়ে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে নারী উদ্যোক্তাদের সংগঠন ওমেনএনটারপ্রিনিওয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ওয়েন্ড)। রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বর্তমানে নারী উদ্যোক্তাদের সমস্যা সমাধানে বেশ কিছু দাবি তুলে ধরেন ।

সংগঠনের প্রেসিডেন্ট ড. নাদিয়া বিনতে আমিন। এ সময় বেশ কয়েকজন নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

ওয়েন্ডের প্রেসিডেন্ট বলেন, সরকার নারী উদ্যোক্তাদের জন্য সহজশর্তে ও কমসুদে ঋণ প্রদানের নীতিমালা প্রণয়ন করলেও নারী উদ্যোক্তারা এ সুবিধা পাচ্ছেন না।

ব্যাংকঋণের ক্ষেত্রে পদ্ধতিগত জটিলতা নানাবিধ শর্তের বেড়াজাল ও উচ্চসুদের কারণে প্রতিনিয়ত পুঁজি সংগ্রহে হিমশিম খাচ্ছেন। এ বিষয়ে বিদ্যমান সরকারের নীতিমালা আরও সহজীকরণের মাধ্যমে তার কার্যকর বাস্তবায়ন চান নারী উদ্যোক্তারা। এ ছাড়া স্বল্পসুদে অবাধ পুঁজির প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে উদ্যোক্তারা প্রধানতম সংকট নিরসনের জোর দাবি জানান তিনি।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের ঋণসীমা ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে এক কোটি করার দাবি করা হয়। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকের হেল্পডেক্সগুলো কার্যকর করার দাবি জানান। আসন্ন বাজেট উপলক্ষে ওয়েন্ডের পক্ষ থেকে ৮ দফা সুপারিশ করা হয়।

বলা হয়, নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত বছরে ৫০ লাখ টাকা টার্নওভার রয়েছে এমন প্রতিষ্ঠানের শূন্য হারে নামিয়ে আনা। নারী উদ্যোক্তাদের নতুন ভ্যাট আইনে তিনটি স্তরে সর্বোচ্চ ৫ শতাংশ হার নির্ধারণ করা। আয়করের ক্ষেত্রে নারীদের জন্য বর্তমানে প্রচলিত করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িযে ৫ লাখ টাকায় উন্নীত করা। দেশে করপোরেট করহার এশিয়া কিংবা বিশ্বের যে কোনো দেশের চেয়ে অনেক বেশি। নারী উদ্যোক্তারা এ কারণে বড় ব্যবসায় সম্পৃক্ত হতে পারছেন না। ব্যবসা ক্ষেত্র উদ্যোক্তাবান্ধব না হওয়ার কারণে নারীদের ব্যবসাপ্রতিষ্ঠানসমূহে স্থানীয় ও বিদেশি বিনিয়োগে উৎসাহিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ জন্য করপোরেট করহার সব পর্যায় থেকে আগামী তিন অর্থবছরে পর্যায়ক্রমে ৫, ৭ ও ১০ শতাংশ হারে কমানোর প্রস্তাব করে ওয়েন্ড। প্রতিবন্ধকতা দূরীকরণে নারীদের জন্য বিশেষ ধরনের প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার পাশাপাশি দেশের আটটি বিভাগে নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান ও ব্যবসায়িক কার্যক্রমে সহযোগিতার জন্য সাপোর্ট সেন্টার করার জন্য দাবি জানায় ওয়েন্ড।

এ ছাড়া সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বিভিন্ন ইকোনমিক জোন, বিসিক শিল্পনগরী, আইটি পার্ক ইত্যাদিতে নারী উদ্যোক্তাদের বিশেষ সুবিধায় প্লট বরাদ্দ চান তারা। সংবাদ সম্মেলনে সংগঠনের সিনিয়র সহসভাপতি শামীমা লাইজু ও সহসভাপতি আয়শা সিদ্দিকা, কোষাধ্যক্ষ আনোয়ারা সিদ্দিকা, কো- কোষাধ্যক্ষ জর্জিনা আলম, সাধারণ সম্পাদক জিসান আক্তার চৌধুরী, সহসাধারণ সম্পাদক নাদিরা ইয়াসমিনসহ সংগঠনের নির্বাহী পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি