শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামের স্বর্ণব্যবসায় কেন্দ্র হাজারিগলিতে আগুনের ঝুঁকি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের সবচেয়ে বড় স্বর্ণব্যবসায় কেন্দ্র হাজারিগলিতে আগুনের ঝুঁকি রয়েছে। চট্টগ্রামে হাজারিগলির চেয়ে আর কোন বড় স্বর্ণ ব্যবসা কেন্দ্র নেই। এখানে দিনে হাজারো মানুষের আনাগোনা। হাজারিগলিতে খোলা জায়গায় কয়লার আগুন, গ্যাস সিলিন্ডার, অ্যাসিড দিয়ে চলছে স্বর্ণ শোধনের কাজ। কোন নিয়ম কানুন নেই। যে যার মতো খোলা জায়গায় স্বর্ণ শোধনের কাজে ব্যস্ত। এতে যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। যা চববাজারের চেয়েও ভয়ংকর হতে পারে। বিষয়টিতে উধ্বর্তন মহলের নেই কোন ভ্রুক্ষেপ।

আবার ছোট ছোট সরু গলিতে পেঁচিয়ে ছিটিয়ে রয়েছে বৈদ্যুতিক তার। যা ঝুঁকি বাড়ায় আরো। এক দুই হাত পর পর দাহ্য পদার্থ দিয়ে চলছে স্বর্ণ শোধনের কাজ। হঠাৎ দেখলে মনে হবে না যে এটা কোন মার্কেট। হাজারিগলিতে ছোট বড় শতাধিক দোকান আছে। এখানে ৮হাজারেরও বেশি মানুষ কাজ করেন। আগুন নেভানোর তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেই।

এলাকাবাসীর দাবি, হাজারিগলিতে স্বর্ণের ম্যানুফেকচারি, ওষুধ দুইটি কারখানা তৈরি করা হয়েছে বিপজ্জনক ভাবে। কারখানার যদি সঠিক আইন মেনে নিয়ন্ত্রণ করা হয় তাহলে আমাদের জনসাধারণ ও এলাকাবাসি দুর্ঘটনার কবল হতে বেঁচে যাবে। স্বর্ণ ব্যবসায়ীরাও তাদের মার্কেটের সমস্যার কথা স্বীকার করেন। এমনকি তারাও বলেন এখানে আগুন লাগলে ভয়ংকর রূপ নিতে পারে। তারাও চান এর সমাধান। স্বর্ণ ব্যবসায়ীরা বলেন, উধ্বর্তন মহলের তদারকি থাকলে এমনটা হবে না।

চট্টগ্রামের জুয়েলারি ব্যবসায়ির সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী বলেন, আগুন ছাড়াতো স্বর্ণের কাজ করা যায় না। প্রত্যেকটি স্বর্ণ ব্যবসায়ীর দোকানে সেফটির ব্যবস্থা রাখতে হবে। নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার আলী আশরাফ বলেন, হাজারিগলিতে ঝুঁকিপূর্ণের কথা স্বীকার করে উদ্ধেগ প্রকাশ করেন।

ব্যবসায়ী প্রতিষ্ঠানে কোন আবাসিক বাসা থাকা যায় না। প্রশাসন বা উধ্বর্তন মহলের নজরদারি থাকলে এমন ঝুঁকিপূর্ণ মার্কেট তৈরি হতো না। রাসায়নিক বস্তু বোমার চেয়ে বিপদজনক। রাসায়নিক বস্তু যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটলে এতে হাজারো মানুষ মারা যাবে। কোন রকম খাতির না করে এটা অপসারণ করতে হবে। যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক জসিম উদ্দিন বলেন, চট্টগ্রামে ৯৭ ভাগ অগ্নি নিরাপত্তার ব্যবস্থা নেই এমন ৪৩টি প্রতিষ্ঠানকে আমরা চিহ্নিত করেছি। ৪৩টি প্রতিষ্ঠানের চেয়ে হাজারিগলি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। অনেককে কেমিক্যাল সরানোর ব্যাপারে নোটিশ দিয়েছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি