বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতে- পাকিস্তানের গুপ্তচর আদনান সামি!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : বলিউডের জনপ্রিয় গায়ক আদনান সামিকে নিজেদের গুপ্তচর হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তানিরা। গত শুক্রবার পাকিস্তানে আটক ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দনকে ফেরত দেওয়ার পর থেকেই টুইটারে আদনান সামিকে গুপ্তচর বলে পরিচয় দিতে মেতে উঠে অনেকেই।

গুপ্তচর ভিত্তিক অসংখ্য টুইটের কারণে ভারতের নাগরিকত্ব নেওয়া এই গায়কের অস্তিত্ব এখন সংকটে বলে জানা গেছে।

আদিল রাজা নামে এক পাকিস্তানি সাংবাদিক টুইট করেন, ‘পাকিস্তানের অবশ্যই আদনান সামিকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ তিনি ভারতে পাকিস্তানের হয়ে গোয়েন্দা হিসেবে কাজ করছেন এবং ভারতীয় বাহিনীর তথ্য প্রকাশ করছেন। যার কারণে আমাদের জন্য ভারতীয় বিমান বাহিনীর দুটি মিগ-২১ বিমান ধ্বংস করা সম্ভব হয়েছে।’

তার এই টুইটটি রি-টুইট হয়েছে প্রায় দুই হাজার ৮০০ বার। এতে মন্তব্য এসেছে ৮১৫ আর এতে রিঅ্যাক্ট করেছেন সাড়ে ৭ হাজার জন।

তবে এ নিয়ে চটেছেন জনপ্রিয় এই গায়ক। গতকাল এক টুইটে আদনান সামি লিখেন, প্রিয় পাকিস্তানি ট্রোলাররা, আজকে বাস্তবতা যাচাই করা হচ্ছে না। আপনার বিকৃত মানসিকতা আসলেই হাস্যকর। যাহোক, আপনারদের অপব্যবহার আপনার বাস্তবতা প্রকাশ করে এবং তাই শুধুমাত্র আপনার এবং একটি ময়লার বালতি মধ্যে পার্থক্য হচ্ছে কেবল বালতি।’

এদিকে আদনান সামিকে কটাক্ষ্য করে আসফাহ নামে অন্য আরেকজন টুইটে লিখেন, ‘পাকিস্তানি গোপন গোয়েন্দা কর্মকর্তা আদনান সামিকে একটি বড় স্যালুট দেওয়া যেতে পারে, যে উনি নিরবিচ্ছিন্নভাবে ভারতীয় পাইলটদের তথ্য দিয়ে আমাদের সহায়তা করেছেন।’

অবশ্য এই প্রচারণার মূলে পুরোটাই রয়েছে আদনান সামিকে ট্রল করা। সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর হামলার পর তিনি পাকিস্তানের উদ্দেশে সমালোচনামূলক পোস্ট করেন টুইটারে। তার পরিপ্রেক্ষিতেই পাকিস্তানিরা তাকে এরকম করে ট্রল করছেন।

প্রসঙ্গত, কয়েক বছর আগে আদনান সামি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করে বর্তমানে মুম্বাইতে স্থায়ীভাবে বসবাস করছেন। আদনান সামির পিতা পাকিস্তান বিমান বাহিনীর একজন সাবেক কর্মকর্তা ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি