শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


অত্যাধুনিক মার্কিন লেজারের নতুন অস্ত্র বানালো ইরান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

মার্কিন লেজার অস্ত্রকে প্রতিহত করার জন্য নতুন ধরণের অস্ত্র তৈরি করেছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যামডিরাল আলী রেজা তাংসিরি এই তথ্য জানান।

সিরিয়া প্রশ্নে দেশ দুটির মধ্যে উত্তেজনার মাঝে ইরান এই নতুন অস্ত্রের ঘোষণা দিলো।

আলী রেজা তাংসিরি রোববার এ তথ্য জানিয়ে আরো বলেন,আইআরজিসির নৌ ইউনিটের উন্নত নৌযান তৈরির সক্ষমতা রয়েছে। খুব শিগগিরই ক্ষেপণাস্ত্র সজ্জিত হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ তৈরি করা হবে বলে তিনি জানান।

মূলত আমেরিকার নতুন লেজার অস্ত্র মোকাবেলা করার জন্যই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়।

উল্লেখ, আমেরিকা গত কয়েক বছর আগে অত্যাধুনিক এই লেজার অস্ত্রটির পরীক্ষা চালিয়েছিল। ওই সময় বিশেষজ্ঞরা দাবি করেন, মার্কিন এই অস্ত্রটি যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি