শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


পুরুষ হয়েও জন্ম দিলেন ৩ বাচ্চা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

টমাস ট্রেস বেটি। পুরুষ হয়েও সন্তান ধারণ করেছেন মার্কিন এই লেখক। ২০০২ সালে অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম উপায়ে গর্ভধারণ করেন তিনি। সে সময়ই তাঁর নাম হয়ে যায় ‘দ্য প্রেগনেন্ট ম্যান’ বা অন্তঃসত্ত্বা পুরুষ। তাঁর প্রথম পক্ষের স্ত্রী ন্যান্সি গিলেসপি সন্তানধারণে অক্ষম হওয়ায় এই পথে হাঁটেন টমাস বেটি। এই ন্যান্সিও আবার একসময় ছিলেন পুরুষ। পরে তিনি নারী থেকে পুরুষে রূপান্তরিত টমাসকে বিয়ে করেন।

কিন্তু পুরুষ জননাঙ্গ কিংবা গর্ভাশয় ছিল না তাঁর। ফলে টমাসকে মা হওয়ার জন্য শরণাপন্ন হতে হলো শুক্রাণুদাতার। এরপর তিন সন্তানের জন্ম দিয়েছেন স্বাভাবিক প্রসবের মাধ্যমে। এই তিন সন্তানকে আবার স্তন্যপান করিয়েছেন ন্যান্সি। টমাসের প্রথম সন্তান সুসানের বয়স এখন সাত। মেজো অস্টিনের বয়স চার আর ছোট মেয়ে জেনসেনের বয়স এক বছর। সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখা অদ্ভুত এ পরিবারটি বর্তমানে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বাস করছেন। ইনডিপেনডেন্টের খবর অনুযায়ী, তিন সন্তান এবং স্ত্রী ন্যান্সিকে নিয়ে অদ্ভুত সংসারে দিব্যি আছেন পুরুষ-মা থমাস বেটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি