শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র বলে মন্তব্য করেছেন : প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু


ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র বলে মন্তব্য করেছেন : প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের খ্যাতিমান অভিনেত্রী রোটেম সেলার এক সমালোচনার জবাবে নেতানিয়াহু এই কথা বলেন।

এছাড়া তিনি ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে গত বছর একটি বিতর্কিত আইনের কথাও তুলে ধরেন। ওই আইনে ইহুদিদের রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা আছে।

এর আগে সেলা তার ইনস্ট্রাগ্রামে বলেছিলেন, কবে এই সরকারের কোনো মন্ত্রী বলবেন যে, ইসরায়েল সব নাগরিকদের এবং এখানে সব নাগরিক সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি