শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


উগ্রবাদ থেকে কোনো দেশই মুক্ত নয়: শিক্ষামন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক বন্দুকধারীর গুলিতে ৪৯ জনের মৃত্যু ও আরও অনেকের আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ শনিবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, ‘উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে কোনো দেশই মুক্ত নয়। এর বিরুদ্ধে সারা বিশ্বকে একযোগে কাজ করতে হবে। আমাদের জাতীয় ক্রিকেট দল সেখানেই ছিল। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা, আমাদের জাতীয় দলের সবাই নিরাপদে আছেন।’

নারকীয় এই হামলায় বাংলাদেশি নাগরিকদের নিহত হওয়ার ঘটনায় তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতে আমরা শিক্ষার মানোন্নয়নে বদ্ধপরিকর। শিক্ষার মানোন্নয়নের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা মানবিক ও নৈতিক গুণাবলিসম্পন্ন হয়ে সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠবে। সে জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।’

চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ এস এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নইম দুলাল পাটোয়ারী প্রমুখ।

এই অনুষ্ঠানের পর মন্ত্রী চাঁদপুর সরকারি মহিলা কলেজ ও পুরান বাজার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যোগ দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি