বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ট্রেনে শিশু যাত্রীদের মাঝে চকলেট বিতরণ


বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ট্রেনে শিশু যাত্রীদের মাঝে চকলেট বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ট্রেনে শিশু যাত্রীদের মাঝে চকলেট বিতরণ করা হয়েছে।

রোববার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনের শিশু যাত্রীদের মাঝে এ চকলেট বিতরণ করা হয়।

আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনের খাবার গাড়ির ম্যানেজার মো. সুমন মিয়া যুগান্তরকে জানান, ট্রেনের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স সিরাজ মিয়া ক্যাটারিং সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে মহানগর প্রভাতী ট্রেনের দায়িত্বরত গার্ড (ট্রেন পরিচালক) দেওয়ান মো. মাহবুব ট্রেনে ভ্রমণকারী শিশু যাত্রীদের মাঝে এ চকলেট তুলে দেন।

তিনি বলেন, ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে অসার পর ট্রেনে অবস্থানরত শিশুদের মধ্যে চকলেট বিতরণ শুরু হয়। আখাউড়া রেলওয়ে ষ্টেশনে যাত্রা বিরতি করলে চকলেট বিতরণ শেষ হয়।

এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ট্রেন যাত্রীরা। চকলেট পেয়ে শিশুসহ তাদের অভিভাবক অনেক খুশি হয়েছেন বলেও তিনি জানিয়েছেন যাত্রীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি