বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আরব আমিরাতের সুপার মার্কেটের উদ্বোধন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ প্রবাসে দেশীয় পন্যের বাজার সৃষ্টি করতে আর দেশীয় প্রবাসীদের কর্মসংস্হান সৃষ্টি করে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করার লক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধবীতে আকতার সুপার মার্কেটের তিনটি শাখা সুপারমার্কেট খোলা হয়েছে।

বৃহস্পতিবার আবুধাবির এয়ারপোর্ট রোডে, মদীনাত জায়েদে ও আবুধাবীর মরুর রোডে তিনটি সুপার মার্কেট চালু করা হয়।

আমিরাতে বন্ধ হয়ে যাওয়া অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠান আলম গ্রুপের ১৪টি সুপারমার্কেট কিনে নেন ব্যবসায়ী মোহাম্মদ আকতার হোসেন। তিনি মোহাম্মদ আকতার সুপারমার্কেট নামে এ তিনটি সুপার মার্কেট চালু করেন।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আকতার হোসেন প্রবাসে দেশ ও জাতির সেবায় এ উদ্যোগ নিয়েছেন বলে জানান।

প্রবাসে দেশীয় পন্যের বাজার ও দেশীয় প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি করে রেমিট্যান্স বৃদ্ধি করে দেশ ও জাতির সেবায় দেশীয় পন্য সামগ্রীর বিপুল সমাহার নিয়ে এ প্রতিষ্ঠানগুলো চালু করেন তিনি।

২০ মার্চ, বৃহস্পতিবার আবুধাবীর মোচ্ছাফ্ফাতে আরো তিনটি সুপার মার্কেট চালু করা হবে বলে জানান তিনি। মার্কেট তিনটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্হানীয় স্পন্সর মোহাম্মদ আওলাভী, আবুধাবি দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর শহীদুজ্জামান ফারুকী, দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ আবদুল হালিম মিয়া, রাশেদুল আলম, মোহাম্মদ মামুন প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি