শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ইংল্যান্ড যেভাবে ‘ভুয়া সংবাদ’ বানাতো স্নায়ুযুদ্ধের সময়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : স্নায়ুযুদ্ধ চলাকালে ‘ভুয়া সংবাদ’ বানানোর জন্য নকল প্রমাণাদি তৈরি করেছিল ব্রিটিশ সরকার। সম্প্রতি প্রকাশিত সরকারি দলিল দস্তাবেজ থেকে এমন তথ্য পাওয়া গেছে। চলতি বছরের শুরুতে দুই হাজারের বেশি ফাইল ন্যাশনাল আর্কাইভে পাঠানো হয়, যা থেকে জানা গেছে বিস্ময়কর এসব তথ্য।

ফাইলগুলোর বেশিরভাগই ষাটের দশকের। ব্রিটেনের সিক্রেট প্রোপাগান্ডা ওয়ার নামে বই এর লেখক পল লাশমার বলছেন, সেই সময়টাই ছিল ব্রিটিশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও গবেষণা বিভাগের (আইআরডির) স্বর্ণসময়। সেই সময় এর কর্মী সংখ্যা ছিল ৪০০-৬০০ জন । ১৯৭৮ সালে পল লাশমার সেই সাংবাদিকদের দলে ছিলেন। তিনি জানিয়েছেন, সংস্থায় যারা কাজ করতেন, তাদের বেতন গোপন ভোটের’ মাধ্যমে দেয়া হতো। এর অর্থ এই বরাদ্দের জন্য পার্লামেন্টের কাছে কোন জবাবদিহি করতে হতো না।

পল লাশমার বলছেন, ১৯৬৩ সালে একবার খবরের শিরোনাম হয়েছিলো যে বুলগেরিয়ায় থাকা আফ্রিকান ছাত্ররা কট্টরপন্থীদের আক্রমণের শিকার হয়ে দেশ ছেড়ে পালাচ্ছে। সেসময় আইআরডি ভাবলো একে ওই অঞ্চলের মানুষের ক্ষোভ বাড়াতে খবরটিকে কীভাবে কাজে লাগানো যায়। সরকারি সংস্থার ভুয়া লেটারমার্ক সম্বলিত কাগজে আইআরডি শত শত সংবাদপত্র এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রেস রিলিজ পাঠানো হয়। ব্রিটিশ কূটনীতিকরা ব্যবহার করেন এমন ব্যাগে করে পাঠানো হয়েছিল সেইসব প্রেস রিলিজ।

গোপন নথিতে দেখা যায়, আইআরডি ভিয়েনার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পিসের হয়ে প্রেস রিলিজ বানাতো এবং বিতরণ করতো। আন্তর্জাতিক ছাত্র ইউনিয়নের ভুয়া পোস্টারও ছাপতো, যেখানে মার্কিন বিরোধিতার বদলে চীন বিরোধিতাকে উস্কে দেয়া হতো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি