বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ক্রাস্টচার্চ মসজিদের হামলা: মানসিক অবস্থা খেলোয়াড়দের কাটিয়ে উঠতে সময় লাগবে সুনীল জোশি


ক্রাস্টচার্চ মসজিদের হামলা: মানসিক অবস্থা খেলোয়াড়দের কাটিয়ে উঠতে সময় লাগবে সুনীল জোশি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : ২. নিউজিল্যান্ডের ক্রাস্টচার্চ হ্যাগলি ওভালে মসজিদের হামলা নিজ চোখে দেখেছে বাংলাদেশ ক্রিকেটাররা। অল্পের জন্য বেঁচে যায় মাহমুদউল্লাহ-মুশফিকরা। হামলার পর টেস্ট ম্যাচ বাতিল করে দেশে ফিরেছেন। বোর্ড সভাপতি ক্রিকেটারদের নিজের মত করে সময় কাটানোর স্বাধীনতা দিয়েছেন। বাইরে থেকে দেখতে স্বাভাবিক মনে হলেও নিউজিল্যান্ড ফেরত বাংলাদেশ স্কোয়াড কতটা ভাঙাচোরা হয়ে আছে, সেটি স্পষ্ট স্পিন বোলিং কোচ সুনীল জোশির কণ্ঠে।

৩. নিউজিল্যান্ড থেকেই জোশি নিজের দেশ ভারতে চলে যান। সেখানে তিনি এক সংবাদ মাধ্যমকে জানান বলেন, ‘দল কিসের মধ্য দিয়ে যাচ্ছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। খেলোয়াড় থেকে স্টাফরাও মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় রয়েছে, যা কাটিয়ে উঠতে সময় লাগবে। এসব ক্ষেত্রে সময়ই সেরা ওষুধ।’

৪. তিনি আরো বলেন, ‘ভাগ্য সেদিন অনেক বড় ভূমিকা রেখেছে। তারা সবাইকে বুকে জড়িয়ে নিয়ে কেঁদেছে। রাস্তায় পরে থাকা লাশ, রক্তাক্ত শরীরে আহতদের আর্তনাদ এসব দৃশ্য তাড়া করে ফিরেছে ওদের। দেশে ফেরার আগে আমরা দলীয় কক্ষে একত্র হই। মাঝরাত পেরিয়ে যাওয়ার আগ পর্যন্ত ওখান থেকে কেউ নিজের কামরায় ফিরতে চায়নি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি