বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » দুদু বলেন, এতদিন দেশে আন্দোলন হয়নি বলে ভাববেন না, আন্দোলন হবে না।


দুদু বলেন, এতদিন দেশে আন্দোলন হয়নি বলে ভাববেন না, আন্দোলন হবে না।


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ধ্বংস হয়েছে আর, রাজনীতিবিদরা বসে আছে এরকম ইতিহাস কখনো হয়নি। আপনারা ঐক্যবদ্ধ হন। যেদিন বিএনপি থেকে ঘোষণা আসবে, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

মঙ্গলবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি, সুচিকিৎসা নিশ্চিত এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলার রায় বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ(ডাকসু)নির্বাচনে বর্তমান ভিসির ভূমিকার কড়া সমালোচনা করে বিএনপি’র ভাইস চেয়ারম্যান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম উপাচার্য আগে কখনো দেখিনি। এই শিক্ষকরা ডাকসু নষ্ট করে ফেলেছে।আমার এদেরকে শিক্ষক ভাবতে কষ্ট হয়।

বেগম জিয়ার কারাবাসের কথা উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন,’মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে ৭১ বছর বয়সে কারাগারে বন্দি করে রেখেছে এই অবৈধ সরকার। আদালত থেকে তাকে সুচিকিৎসা দেওয়ার কথা বললেও তাকে দেয়া হচ্ছে না। আমরা সরকারের এই নৃশংসতার প্রতিবাদ জানাই।

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য এসকে সাদীর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়,চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মাদ জসিম, নাজিম উদ্দীন মাষ্টার,সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নাসির হায়দার, জিয়াউল হায়দার পলাশ, মাইনুল ইসলাম, মো:আলিম হোসেন, অধ্যাপক সেলিম হোসেন, মোজাম্মেল হক মিন্টু, মিয়া মো:আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, এম জাহাঙ্গীর আলম, আব্দুর রাজি প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি