শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওসি’র এর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিবাহ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৯

মোঃ জামাল উদ্দিন দুলাল:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০নং গুনাইঘর ইউনিয়ন অন্তভূক্ত উজানীজোড়া গ্রামে স্কুল পড়ুয়া কিশোরী আসমা আক্তার(১৫) কে জোর পূর্বক বাল্য বিবাহ দেওয়ার প্রস্তুতি চলছে।

এমন সংবাদে দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার এবং দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহিরুল আনোয়ারের দ্রুত প্রচেষ্টায় বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পায় কিশোরী আসমা আক্তার। পরে এলাকাবাসী এবং পরিবারের সদস্যদের সম্মলিত সিদ্ধান্ত, বাল্য বয়সে বিয়ে দেবে না,এমন স্বীকারোক্তি দিলে তাদের কে কঠোর হুশিয়ারী দিয়ে ছেড়ে দেওয়া।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার জানান, সমাজের অবক্ষয় গুলোর মধ্যে অন্যতম একটি হলো বাল্য বিবাহ। বাল্য বিবাহ রোধে সবাইকে সচেতন থাকার আহব্বান জানান তিনি।

অন্যদিকে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহিরুল আনোয়ার জানান, জোর পূর্বক বাল্য বিবাহ হচ্ছে এমন সংবাদ আসলে, দেবিদ্বার থানার এস.আই কিবরিয়া এবং সঙ্গীয় ফোর্স বিয়ে বাড়ীতে যায় এবং সকলে সম্মনিত সহযোগিতায় বাল্য বিবাহ বন্ধ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি