বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পশ্চিম বাংলায় বিজেপি ১১টি আসন, তৃণমূল কমে ৩১!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ লোকসভা ভোট নিয়ে ভারতের টাইমস নাও’এর সমীক্ষায় বলা হচ্ছে পশ্চিম বাংলায় বিজেপি পেতে পারে ১১টি আসন, আর তৃণমূলের দখলে যেতে পারে ৩১টি আসন। কংগ্রেস-সিপিএম খাতা খুলতে পারবে না বলেই আভাস মিলেছে সমীক্ষায়।

এবার Times Now প্রাক নির্বাচনী সমীক্ষায় পশ্চিমবঙ্গের যা আভাস দেখা গেল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুশ্চিন্তা কয়েকগুণ বেড়ে যেতে পারে।

তবে কংগ্রেস বা বামেদের দখলে একটিও আসন না যাওয়ার আভাস মিলেছে। অবশ্য বিজেপি কম করে ২৩টি আসনের যে স্বপ্ন দেখছিল, তা পূরণ হবে না বলেই আভাস দিচ্ছে সমীক্ষা। যেমন পূরণ হচ্ছে না তৃণমূলের ৪২-এ ৪২টি পাওয়ার ইচ্ছেও।

তবে সমীক্ষা একটা আভাস মাত্র। তা মেলা না মেলা সম্পূর্ণরূপেই কাকতালীয়। কিছু মানুষের ওপর করা হয়ে থাকে এই সমীক্ষা। তাই এর থেকেই সার্বিক চিত্র ধরে নেওয়া উচিত নয়। সাংগঠনিকভাবে বিজেপি যে মজবুত হয়েছে এরাজ্যে, তা স্পষ্ট। মানুষের মধ্যে ছাপ পড়েছে এয়ার স্ট্রাইকের মতো ঘটনাও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি