শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » বিদেশী সিনেমার হাত থেকে রক্ষা করবো’ বঙ্গবন্ধুর এফডিসিকে


বিদেশী সিনেমার হাত থেকে রক্ষা করবো’ বঙ্গবন্ধুর এফডিসিকে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : ২) হঠাৎ করেই চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতা ইফতেখার নওশাদ সংবাদ সম্মেলনে জানিয়েছেন আগামী ১২ এপ্রিল থেকে দেশের ১৭৪টি প্রেক্ষাগৃহে তালা ঝুলবে। কারণ হিসেবে তিনি বলেছেন ভালো মানের সিনেমার অভাব ও বিদেশী সিনেমাসহ সকল যৌথ প্রযোজনার উপর নিষেধাঙ্গার কারণে এমন পদক্ষে নিচ্ছেন। কারণ হলে সিনেমা না থাকায় হল মালিকরাসহ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

৩) এমন খবর প্রকাশের পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা জায়েদ খান বলছেন, সিনেমা হল বন্ধ করলে এবং দেশে ভারতীয় ছবি আমদানি করা হলে আবারও আন্দোলনে নামবে চলচ্চিত্র পরিবার।

৪) দেশের সিনেমা হলগুলো কোনও ভাবেই বন্ধ হবে না বলে জানান জায়েদ খান। তিনি বলেন, দেশের ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়ার জন্য এমন কাজ করছেন বাংলা সিনেমা বিরোধীরা। তারা চায় না আমাদের সিনেমা চলুক। কারণ আমাদের সিনেমা চললে তাদের পকেট গরম হয় না।

৫) প্রদর্শক সমিতির বক্তব্য, সরকার আনুষ্ঠানিক উদ্যোগ না নিলে আগামী মাসেই তারা তালা ঝুলিয়ে দেবে দেশের সব সিনেমা হলে। তাদের এমন সিদ্ধান্তে সিনেমাপাড়ার মানুষরাও শঙ্কিত। প্রদর্শক সমিতির পক্ষ থেকে হল বন্ধের ঘোষণার পর এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়ক ফারুক, রিয়াজসহ বিনোদন জগতের অনেকেই।

৬) জায়েদ খান গণমাধ্যমে বলেন, উনারা আগেও সিনেমা হল বন্ধের হুমকি দিয়েছেন। যদি দেশীয় সংস্কৃতি বাদ দিয়ে, বঙ্গবন্ধুর আইনকে পাশ কাটিয়ে তারা ভারতীয় ছবি এনে দেশকে ধ্বংস করতে চায় তাহলে পুরো চলচ্চিত্র পরিবার ও শিল্পীদের পক্ষ থেকে এর জোর প্রতিবাদ জানানো হবে।

৭) জায়েদ খান আশা করেন, সিনেমা হল মালিকরা তাদের এই সিদ্ধান্ত মানবে না। প্রয়োজন হলে আবারও আন্দোলন করবো, মাঠে নামবো। তারপরও বঙ্গবন্ধুর এফডিসিকে আমরা বিদেশি ছবির আগ্রাসনে ধ্বংস হতে দেবো না।

 

মহিব আল হাসান : ২) হঠাৎ করেই চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতা ইফতেখার নওশাদ সংবাদ সম্মেলনে জানিয়েছেন আগামী ১২ এপ্রিল থেকে দেশের ১৭৪টি প্রেক্ষাগৃহে তালা ঝুলবে। কারণ হিসেবে তিনি বলেছেন ভালো মানের সিনেমার অভাব ও বিদেশী সিনেমাসহ সকল যৌথ প্রযোজনার উপর নিষেধাঙ্গার কারণে এমন পদক্ষে নিচ্ছেন। কারণ হলে সিনেমা না থাকায় হল মালিকরাসহ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

৩) এমন খবর প্রকাশের পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা জায়েদ খান বলছেন, সিনেমা হল বন্ধ করলে এবং দেশে ভারতীয় ছবি আমদানি করা হলে আবারও আন্দোলনে নামবে চলচ্চিত্র পরিবার।

৪) দেশের সিনেমা হলগুলো কোনও ভাবেই বন্ধ হবে না বলে জানান জায়েদ খান। তিনি বলেন, দেশের ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়ার জন্য এমন কাজ করছেন বাংলা সিনেমা বিরোধীরা। তারা চায় না আমাদের সিনেমা চলুক। কারণ আমাদের সিনেমা চললে তাদের পকেট গরম হয় না।

৫) প্রদর্শক সমিতির বক্তব্য, সরকার আনুষ্ঠানিক উদ্যোগ না নিলে আগামী মাসেই তারা তালা ঝুলিয়ে দেবে দেশের সব সিনেমা হলে। তাদের এমন সিদ্ধান্তে সিনেমাপাড়ার মানুষরাও শঙ্কিত। প্রদর্শক সমিতির পক্ষ থেকে হল বন্ধের ঘোষণার পর এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়ক ফারুক, রিয়াজসহ বিনোদন জগতের অনেকেই।

৬) জায়েদ খান গণমাধ্যমে বলেন, উনারা আগেও সিনেমা হল বন্ধের হুমকি দিয়েছেন। যদি দেশীয় সংস্কৃতি বাদ দিয়ে, বঙ্গবন্ধুর আইনকে পাশ কাটিয়ে তারা ভারতীয় ছবি এনে দেশকে ধ্বংস করতে চায় তাহলে পুরো চলচ্চিত্র পরিবার ও শিল্পীদের পক্ষ থেকে এর জোর প্রতিবাদ জানানো হবে।

৭) জায়েদ খান আশা করেন, সিনেমা হল মালিকরা তাদের এই সিদ্ধান্ত মানবে না। প্রয়োজন হলে আবারও আন্দোলন করবো, মাঠে নামবো। তারপরও বঙ্গবন্ধুর এফডিসিকে আমরা বিদেশি ছবির আগ্রাসনে ধ্বংস হতে দেবো না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি