শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


রাঙামাটিতে এক নারীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : রাঙামাটিতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে আহত ফুলকুমারী চাকমা মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এ হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আটজনে।

এর আগে গতকাল সোমবার নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে রাঙামাটির বাঘাইছড়ির বাঘাইহাটে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে পোলিং অফিসারসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন আরও ১৬ জন।

গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘাইছড়ির রূপকারী ইউনিয়নের দিঘিনালা-মারিশ্যা সড়কের নয় মাইল নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অন্যরা হলেন, সহকারী পোলিং অফিসার ও কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন, আনসার ভিডিপি নেত্রী জাহানারা, সদস্য বিলকিস আক্তার, আল আমিন, মন্টু চাকমা ও মিহির কান্তি দত্ত। নিহত আরেকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় আজও ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি