শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


শীঘ্রই মাঠে নামছে নেইমার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : পিএসজি তারকা নেইমার গত জানুয়ারিতে পায়ের চোটের কারনে এতদিন দলের হয়ে মাঠে থাকতে পারেননি। সমর্থকদের হতাশা কাটিয়ে খুব শীঘ্রই দলে ফিরতে যাচ্ছেন ব্রাজিলিয়ান এ তারকা।

ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার মোয়াতাজ জেমজেমির ধাক্কা সামলাতে না পেরে মাটিতে পড়ে যান ব্রাজিল তারকা। ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান। নতুন করে ইনজুরিতে পড়ায় প্রায় ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয় নেইমারকে। প্যারিস এবং বার্সেলোনায় চলে তার চিকিৎসা। এরপর নিজ দেশ ব্রাজিলে ১০ দিনের সফরে গিয়ে সেখানে চিকিৎসা নেন তিনি।

সেই ম্যাচে ইনজুরির পর নেইমারকে হাসপাতালে নেয়া হয়। এরপর ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, তার ডান পায়ের ফিফথ মেটাটারসাল ছিড়ে গেছে। গত বছর ফেব্রুয়ারিতে একই চোটে প্রায় বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়েছিল নেইমারের। রাশিয়া বিশ্বকাপের আগে এমন ইনজুরিতে পড়েই অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে। যদিও শেষ মুহূর্তে চোট কাটিয়ে বিশ্বকাপে খেলতে পেরেছিলেন।

আপাতত পিএসজির চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন নেইমার। ফেরার ব্যাপারে তিনি জানান, আগামী সপ্তাহে আমি অনুশীলনে ফিরব। হ্যাঁ, তারপর আমি মাঠে ফিরব এবং ২ সপ্তাহের মধ্যে পুনরায় দলের সঙ্গে যোগ দেব। আমি এরই মধ্যে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি