মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


শুটিং স্পট তৈরি হচ্ছে সালমান শাহর নামে শুটিং স্পট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ক্ষনজন্মা চিত্রনায়ক সালমান শাহ। অল্পদিনের ক্যারিয়ারেই যিনি জয় করে নিতে পেরেছিলেন হাজারো দর্শকদের মন। হয়ে উঠেছিলে তরুণদের স্টাইল আইকন, আর তরুণীদের স্বপ্নের পুরুষ। জনপ্রিয়তার শীর্ষে যখন অবস্থান করছিলেন ঠিক সেসময় ১৯৯৬ সালে প্রয়াত হন সালমান। চলে গেলেও আজও সমান জনপ্রিয় সালমান। ভক্তদের কাছে এতটুকুও জনপ্রিয়তার ভাটা পড়েনি।

সালমানের মৃত্যুর পর থেকেই বিএফডিসিতে তার নামে শুটিং ফ্লোরের দাবি করে আসছিলেন তার ভক্তরা। কিন্তু বক্তদের ভক্তদের এ প্রত্যাশা আর বাস্তবায়ন হয়নি। এবার বিএফডিসিতে না হলেও ঢাকার অদূরে প্রিয় নায়কের নাম জড়িত একটি শুটিং স্পট পেতে যাচ্ছেন ভক্তরা। সালমান শাহরে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’। সেই ছবির নামে নির্মিত হচ্ছে শুটিং স্পটটি।সালমান শাহ স্মরণে এই শুটিং স্পটটি নির্মাণ করছেন চলচ্চিত্র প্রযোজক রাশেদ খান।

গাজীপুরের উরখুলায় নির্মিত হওয়া শুটিং স্পটটির বিষয়ে রাশেদ খান বলনে, সালমান শাহ মানেই আবেগের নাম। আমার মতো অসংখ্য ভক্ত রয়েছে তার। দীর্ঘদিন ধরে সবাই প্রিয় নায়কের নামে কিছু একটা হোক এফডিসিতে এমন দাবি করে আসছিলেন। কিন্তু সে ব্যাপারে কোনো উদ্যোগই দেখা যায়নি।তাই নিজেই নিজের প্রিয় নায়ককে শ্রদ্ধা জানিয়ে এই শুটিং স্পটটি চালু করেছি।

এই প্রযোজক আরো জানান, এ বছরের ১৯ সেপ্টেম্বর সালমান শাহর জন্মদিনেই শুটিং স্পটটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এটি শুটিং ও পিকনিকের জন্য ভাড়ায় পাওয়া যাবে।ৃ

প্রসঙ্গত, ঢাকাই ছবির ইতিহাসে দ্বিতীয় ব্যবসা সফল ছবির নাম হিসেবে প্রচলিত ‘স্বপ্নের ঠিকানা’। এই ছবিটি আয় করেছিল প্রায় ১৯ কোটি টাকা। এম এ খালেক পরিচালিত এই ছবিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন জনপ্রিয় জুটি সালমান ও শাবনূর। ত্রিভূজ প্রেমের গল্পে আরো অভিনয় করে সোনিয়া। ছবিটির গল্প ও নির্মাণশৈলীর পাশাপাশি এর গানগুলোও ছিল তুমুল জনপ্রিয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি