বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ২৭টি বীমা কোম্পানির বড় অংকের শেয়ার বিক্রি করে দিয়েছেন


২৭টি বীমা কোম্পানির বড় অংকের শেয়ার বিক্রি করে দিয়েছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : ২) পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স। গত বছরের ৩১ ডিসেম্বর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়ায় ১৭ টাকা ১০ পয়সা। এরপর অনেকটা টানা বেড়ে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি কোম্পাটির শেয়ারের দাম ৪৩ টাকা ২০ পয়সায় পৌঁছায়।

৩) দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি বিক্রি করেছেন প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার। জানুয়ারিতে কোম্পানিটির ৩০ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ছিল। যা ফেব্রুয়ারি শেষে দাঁড়ায় মাত্র ৩ শতাংশে। অর্থাৎ এক মাসে কোম্পানিটির ২৭ শতাংশ শেয়ার বিক্রি করেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

৪) এরপরই আছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। কোম্পানিটির সাড়ে ১২ শতাংশের ওপরে শেয়ার বিক্রি করে দিয়েছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। জানুয়ারিতে কোম্পানিটির ৪২ দশমিক ৬৩ শতাংশ শেয়ার ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। যা ফেব্রুয়ারি শেষে কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৩ শতাংশে।
৫) এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বড় অংকের শেয়ার বিক্রি করে দেয়া কোম্পানির তালিকায় রয়েছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও প্রভাতী ইন্স্যুরেন্স।

৬) এর মধ্যে ফেব্রুয়ারি শেষে মার্কেন্টাইলের ২৭ দশমিক ৮০ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে, যা জানুয়ারি শেষে ছিল ৩৭ দশমিক ৭৭ শতাংশ। প্রভাতী ইন্স্যুরেন্সের ২৩ দশমিক ৫০ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, যা জানুয়ারিতে ছিল ৩১ দশমিক ৭৩ শতাংশ।

৭) এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার সংখ্যা বাংলাদেশ ন্যাশনালে ১২ দশমিক শূন্য ৯ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৬০ শতাংশ, সিটি জেনারেলে ২৮ দশমিক শূন্য ৯ শতাংশ থেকে কমে ২২ দশমিক ৭৭ শতাংশ, ইষ্টল্যাল্ডে ৩১ দশমিক ৯০ শতাংশ থেকে কমে ২৪ দশমিক ৫৩ শতাংশ, ফেডারেলে ১০ দশমিক ৫৮ শতাংশ থেকে কমে ৫ দশমিক ৩০ শতাংশ এবং জনতায় ২০ দশমিক ২২ শতাংশ থেকে কমে ১১ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে।

৮) ফেব্রুয়ারি মাস শেষে সোনার বাংলা ইন্স্যুরেন্সের ২৭ দশমিক ৪৮ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে, যা জানুয়ারি মাসে ছিল ২৩ দশমিক ৮৭ শতাংশ। অর্থৎ ফেব্রুয়ারিতে কোম্পানিটির সাড়ে ৩ শতাংশ শেয়ার কিনেছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। কোম্পানিটির শেয়ারের দাম ডিসেম্বর মাসের শেষ কার্যদিবসে ছিল ১৫ টাকা, যা টানা বেড়ে ২৭ ফেব্রুয়ারি দাঁড়ায় ৬৭ টাকা ৩০ পয়সা। অর্থাৎ দুই মাসে শেয়ারের দাম বেড়ে চারগুণ ছাড়িয়ে গেছে।

৯) অপরদিকে, ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ডিসেম্বর শেষ কার্যদিবসে ছিল ২৫ টাকা ১০ পয়সা, যা অনেকটা টানা বেড়ে ২৭ ফেব্রুয়ারি দাঁড়ায় ৮৩ টাকা ৮০ পয়সা। হঠাৎ করে শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটির ২৫ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে।

১০) এদিকে যে সাতটি কোম্পানির শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নতুন করে কেনেননি অথবা বিক্রি করেননি তার মধ্যে- এশিয়া ফ্যাসেফিক ইন্স্যুরেন্সের ৩০ দশমিক ২০ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ, ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১০ দশমিক শূন্য এক শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২৩ শতাংশ, পূরবী জেনারেলের ১৬ দশমিক ৪৪ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৩৫ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২৫ দশমিক ৮৯ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি