শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


৭০টি সংগঠন নামছে ৫০টি শহরের বিজেপি’র বিরুদ্ধে প্রচারে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ  সোমবার ভারতের সংগঠনগুলি জানায়, নরেন্দ্র মোদীর সরকার প্রতিশ্রুতি মতো চাকুরির সুযোগ করে দিতে ব্যর্থ হয়েছে। ভোটারদের কাছে তা তুলে ধরা হবে।

ইয়াং ইন্ডিয়া ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি জানিয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে উত্তরপ্রদেশের বদায়ুন থেকে তাদের বিজেপি বিরোধী প্রচার শুরু হবে। ১১ এপ্রিল লোকসভার প্রথমদফার ভোটগ্রহণ।

YINCC-র নেতা সাই বালাজি বলেন, নরেন্দ্র মোদী বলেছিলেন প্রতি বছর ২ কোটি করে বেকারের চাকরি হবে। সেখানে ২ হাজার চাকরিও দিতে পারেননি।

সমাজবাদী যুবজন সভার নাসির আহমেদ জানান, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও রাষ্ট্রীয় লোকদল বিজেপিকে ভোট না-দিতে সাধারণ মানুষের কাছে রাস্তায় নেমে আর্জি জানাবে।

এসএসসি আন্দোলনের নেতা গোপাল তিওয়ারির কথায়, দেশের যুবসমাজের কাছে সময় এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘শিক্ষা’ দেওয়ার। অল ইন্ডিয়া রেলওয়ে অ্যাপ্রেন্টিসের নেতা আশিসের কথায়, এলাহাবাদে সাফাইকর্মীদের পা ধুয়ে নিয়ে মোদী স্রেফ নাটক করেছেন। আক্ষরিক অর্থে তাঁদের কথা কখনোই ভাবেননি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি