শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লা নগরীর নুরপুর এলাকায় নিবেদিতা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্য, ৫ লক্ষ টাকায় রফাদফা !


কুমিল্লা নগরীর নুরপুর এলাকায় নিবেদিতা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্য, ৫ লক্ষ টাকায় রফাদফা !


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৩.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর নুরপুর এলাকায় অবস্থিত নিবেদিতা হাসপাতালে ভুল চিকিৎসায় জেসমিন আক্তার নয়ন (২১) নামের এক প্রসূতির মৃতু্য হয়েছে। এ ঘটনাটি ধাপাচাপাঁ দিতে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ও স্থানীয় কয়েকজন সাংবাদিককে অর্থের বিনিময়ে ম্যানেজ করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

নিহতের বাবার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়েনের কৈয়নি গ্রামে । আর শশুরবাড়ি নগরীর দ্বিতীয় মুরাদনগরে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে প্রবাসীর স্ত্রী নয়নকে নিবেদিতা হাসপাতালে আনা হয়। সেখানে নার্স দিয়ে বাচ্ছা প্রসব করানোর চেষ্টা করা হয়। ঘন্টার পর ঘন্টা ধরে এ চেষ্টা চলে। পরে প্রসূতির অবস্থা আশংকাজনক অবস্থায় গেলে তাকে সন্ধ্যায় কুমিল্লা টাওয়ারে পাঠানো হয়। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, ঘন্টাখানেক আগেই তার মৃতু্য হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার প্রতিবাদ করলে এক কুসিক কাউন্সিলের মধ্যস্থতায় হাসপাতালের মালিক নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা দেয়ার শর্তে সমঝোতা করে। এ সময় কয়েকজন সাংবাদিককে ম্যানেজ করা হয়।

সন্ধ্যায় নিহতের পরিবার এ বিষয়ে বিচার দাবি করলেও রাতে সমঝোতার পর এ বিষয়ে তারা আর মুখ খুলতে চায়নি।

নিহতের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি