শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ইংল্যান্ডের বিশ্বকাপে স্বাগতিকদের ফেভারিট মানছেন ডোনাল্ড


ইংল্যান্ডের বিশ্বকাপে স্বাগতিকদের ফেভারিট মানছেন ডোনাল্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : ২. দরজায় করা নাড়ছে ২০১৯ বিশ্বকাপ। এই কাপে কে হতে পারে চ্যাম্পিয়ন সেই নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা নিজেদের মত জানাচ্ছেন। তেমনি ভাবে ইংল্যান্ডের ঘরের বিশ্বকাপে স্বাগতিকদের ফেভারিট মানছেন সাবেক দক্ষিন আফ্রিকার পেসার অ্যালান ডোনাল্ড।

৩. জশ বাটলার, জনি বেয়ারস্টো ও বেন স্টোকসদের দলকে দেশে ১৯৯৯ সালের দক্ষিণ আফ্রিকা দলের স্মৃতিচারণ করলেন তিনি।

সম্প্রতি ক্রিকইনফোকে জানান, ‘১৯৯৯ বিশ্বকাপের কথা আমার সবসময় মনে পড়ে। সেমিফাইনালে আমি রানআউট হয়েছিলাম এজন্য না, বরঞ্চ যে দলের সাথে আমি খেলেছি সেই দলের প্রতি আমার বিশ্বাসের জন্য। সেই দলটির বিশ্বকাপ জেতার ক্ষমতা ছিল।

এখনকার কথা যদি বলতে হয়, তাহলে বলব ইংল্যান্ড এই মুহূর্তে ক্রিকেটের ব্র্যান্ড। তাদের যদি কেউ হারাতে চায় তাহলে তাদের সর্বোচ্চ চেষ্টাটুকুই করতে হবে, এমন বার্তা ইংল্যান্ড সবাইকে দিয়েছে।’

৪. উল্লেখ্য, ১৯৯৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার টাই হয়ে যাওয়া ম্যাচটি ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা। ম্যাচ টাই হলে সুপার সিক্সের পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়া এগিয়ে থাকায় ফাইনালে চলে যায় অস্ট্রেলিয়া। অপরদিকে অল্পের জন্য ফাইনাল বঞ্চিত হয় আফ্রিকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি